Cardless ATM Transaction: হঠাৎ নগদের দরকার, পকেটে ডেবিট কার্ডও নেই? নির্ঝঞ্চাটে এটিএম থেকে টাকা তুলুন এইভাবে
Bank of Baroda: গ্রাহকরা এই পরিষেবায় এটিএম থেকে নগদ তোলার জন্য তারা ইউপিআই কোড ব্যবহার করতে পারবেন। এটিএমে কিউআর কোড (QR Code) স্ক্যান করেই টাকা তোলা যাবে।
নয়া দিল্লি: বর্তমান যুগে আর্থিক লেনদেনের একটা বড় অংশই হয় অনলাইনে, ইউপিআই-র মাধ্যমে। তবে এখনও অনেক জায়গা রয়েছে, যেখানে অনলাইনে লেনদেন হয় না, প্রয়োজন পড়ে নগদ অর্থের। হঠাৎ করে যদি আপনার টাকার দরকার পড়ে, কিন্তু পকেটে ডেবিট বা ক্রেডিট কার্ড না থাকে, তবে চিন্তার কোনও কারণ নেই। এবার গ্রাহকেরা কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে শুধু মোবাইল ফোনের। ইউপিআই-র মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
বিনা কার্ডেই ইউপিআই-র মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার পরিষেবা এনেছে ব্যাঙ্ক অব বরোদা। এই পরিষেবার নাম ইন্টেরোপেরাবেল কার্ডলেস উইথড্রল (Interoperable Cardless Cash Withdrawal)। উল্লেখ্য, ব্যাঙ্ক অফ বরোদাই দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, যারা কার্ডলেস ক্যাশ উইথড্রলের সুবিধা চালু করেছে।
কীভাবে বিনা কার্ডে টাকা তুলবেন?
গ্রাহকরা এই পরিষেবায় এটিএম থেকে নগদ তোলার জন্য তারা ইউপিআই কোড ব্যবহার করতে পারবেন। এটিএমে কিউআর কোড (QR Code) স্ক্যান করেই টাকা তোলা যাবে। শুধুমাত্র ব্য়াঙ্ক অব বরোদার গ্রাহকরাই নন, BHIM UPI ব্য়বহার করা সমস্ত গ্রাহকরাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
টাকা তোলার পদ্ধতি-
এই পদ্ধতিতে টাকা তোলার জন্য ব্যাঙ্ক অফ বরোদার এটিএম-এ যেতে হবে। এরপরে প্রথমেই ‘UPI Cash Withdrawal’ অপশনটি বেছে নিতে হবে। এর পরে কত টাকা তুলতে চান, সেই সংখ্যা দিলে ATM স্ক্রিনে ভেসে উঠবে QR কোড। এই কোড স্ক্যান করলেই এটিএম থেকে বেরিয়ে আসবে টাকা।