OTP Fraud: এক OTP-তেই ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রতারণা এড়াতে এই নিয়মগুলি মেনে চলুন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 15, 2023 | 7:30 AM

Online Scam: এই ডিজিটাল যুগে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন প্রতারণার ঝুঁকিও। অনলাইন ব্যাঙ্কিংয়ে নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এরই মধ্যে যে প্রতারণা সবথেকে বেশি হচ্ছে, তা হল ওটিপি বাইপাস স্ক্যাম। মোবাইল ফোনে আসা ওটিপির মাধ্যমে লক্ষাধিক মানুষের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে।

OTP Fraud: এক OTP-তেই ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রতারণা এড়াতে এই নিয়মগুলি মেনে চলুন
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: ডিজিটাল যুগে সব কাজই এখন হচ্ছে অনলাইন মাধ্যমে। খাবার অর্ডার থেকে পোশাক বা অন্য়ান্য় কেনাকাটি, আর্থিক লেনদেন থেকে শুরু করে অনলাইন ব্য়াঙ্কিং, যাবতীয় কাজই ডিজিটাল মাধ্য়মে হচ্ছে। তবে এই ডিজিটাল যুগে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন প্রতারণার ঝুঁকিও। অনলাইন ব্যাঙ্কিংয়ে নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এরই মধ্যে যে প্রতারণা সবথেকে বেশি হচ্ছে, তা হল ওটিপি বাইপাস স্ক্যাম। মোবাইল ফোনে আসা ওটিপির মাধ্যমে লক্ষাধিক মানুষের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে।

কীভাবে ওটিপি প্রতারণা এড়াবেন?

  • অনলাইনে প্রতারণা এড়াতে প্রথমেই এসএমএস ও ইমেইল থেকে সতর্ক থাকা উচিত। অচেনা কোনও নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক না করা এবং কোনও অ্যাটাচমেন্ট ডাউনলোড না করাই উচিত। যদি কোনও মেসেজে বা ইমেইলে ওটিপি আসে বা অন্য় কোনও ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়, তবে অবশ্যই সতর্ক হন। প্রয়োজন পড়লে ব্যাঙ্ক ও থানায় যোগাযোগ করুন।
  • ফোনের অপারেটিং সিস্টেম ও ব্যাঙ্কিং অ্যাপগুলি সবসময় আপডেট রাখুন। এতে আপনার ফোনে থাকা ওই ব্য়াঙ্কিং অ্যাপগুলির নিরাপত্তা বাড়বে। নিরাপত্তা আরও আটসাঁট করতে মোবাইলে বিশ্বাসযোগ্য মোবাইল সিকিউরিটি অ্য়াপ ডাউনলোড করতে পারেন।
  • ব্য়াঙ্কিং অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই টু স্টেপ অথেনটিকেশন ব্যবহার করুন। এতে আপনার অ্যাপে সুরক্ষার আরও এক স্তর যোগ হবে।  এটি পাসওয়ার্ড বা প্যাটার্ন কিংবা ওটিপিও হতে পারে।
  • অচেনা নম্বর রিসিভ না করাই শ্রেয়। বিশেষ করে বর্তমানে অনেক নম্বরই প্রতারণামূলক হিসাবে চিহ্নিত থাকে। এই নম্বরগুলি থেকে আসা ফোন কখনও রিসিভ করবেন না। যদি কোনও নম্বর থেকে ফোন আসে এবং ও প্রান্ত থেকে বলা হয় যে ব্যাঙ্ক থেকে ফোন করছি, তবুও কোনও ব্যক্তিগত তথ্য বা ওটিপি ভাগ করে নেবেন না। এরকম কোনও ফোন এলে কাস্টমার সার্ভিস নম্বরে ফোন করে অভিযোগ জানান।
  • এছাড়া অবশ্যই সুরক্ষিত ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করুন। ওপেন বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে অনলাইনে আর্থিক লেনদেন না করাই উচিত।
Next Article