Bank Strike: ৬ দিন ধরে ব্যাঙ্ক ধর্মঘট, কোন ব্যাঙ্ক কবে বন্ধ থাকবে?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 18, 2023 | 1:00 PM

Bank Strike: কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে ব্যাঙ্ককর্মীদের সংগঠনগুলির তরফ থেকে ধর্মঘট ডাকা হয়েছে। সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্কগুলির কর্মীরা ওই ধর্মঘটে সামিল হচ্ছেন। ফলে, অসুবিধায় পড়তে চলেছেন ব্যাঙ্ককর্মীদের একটা বড় অংশ।

Bank Strike: ৬ দিন ধরে ব্যাঙ্ক ধর্মঘট, কোন ব্যাঙ্ক কবে বন্ধ থাকবে?
বন্ধ থাকবে ব্যাঙ্ক (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি: অনলাইনে লেনদেন প্রবণতা যতই বাড়ুক অনেক কাজে এখনও ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসের ধর্মঘটে বিশেষ প্রভাব পড়তে পারে গ্রাহকের ওপর। বিশেষত এটিএম বন্ধ থাকলে সমস্যা বাড়বে আরও। তাই কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকছে, সেটা জেনে নেওয়া জরুরি। ডিসেম্বরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই দিনগুলি জানিয়ে দেওয়া হয়েছে। একটি নয়, একাধিক ব্যাঙ্কের কর্মীরা এই ধর্মঘটে সামিল হচ্ছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে ধর্মঘট। একনজরে পুরো তালিকা

১. ৪ ডিসেম্বর- ধর্মঘটে সামিল হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের কর্মীরা।

২.৫ ডিসেম্বর- ব্যাঙ্ক অব বরোদা ও ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীরা ধর্মঘটে সামিল হবেন।

৩. ৭ ডিসেম্বর- কানাড়া ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীদের ধর্মঘট রয়েছে।

৪. ৮ ডিসেম্বর- ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের কর্মীরা থাকবেন ধর্মঘটে।

৫.৯ ডিসেম্বর- বেসরকারি ব্যাঙ্কগুলির কর্মীরা ধর্মঘট করবেন এই দিন।

ব্যাঙ্কে যথেষ্ট কর্মী নিয়োগ, আউটসোর্সিং
না করার মতো একাধিক দাবি জানিয়েছে এই ধর্মঘটে নামছেন ব্যাঙ্কের কর্মীরা।

Next Article