Holi Bank Holidays: দোল উপলক্ষে কদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 06, 2023 | 5:12 PM

Holi Bank Holidays: দোল ও হোলি উপলক্ষে কোনও কোনও রাজ্য়ে পরপর দু'দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গেও আগামিকাল বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা।

Holi Bank Holidays: দোল উপলক্ষে কদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? জেনে নিন
প্রতীকী ছবি

Follow Us

বসন্ত এসে গিয়েছে। আর বসন্তের হাত ধরে এসেছে রঙের উৎসব। আগামিকালই বাংলায় পালিত হচ্ছে দোল। বসন্তের উৎসবের আমেজে কদিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে তা গ্রাহকদের জেনে নেওয়া জরুরি। নয়তো ভুল করে কোনও কাজ নিয়ে ব্যাঙ্কে গেলে খালি হাতেই ফিরতে হতে পারে গ্রাহকদের। দেশের রাজ্যের উৎসব ও অনুষ্ঠান উপলক্ষে ভিন্ন ভিন্ন দিন ব্যাঙ্কের ছুটি থাকে। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেই ছুটিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বেশ কিছু রাজ্যে দোল বা হোলি উপলক্ষে দু’দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। তাই এই সপ্তাহের ছুটির তালিকায় চোখ বুলিয়ে নিন-

৭ মার্চ(মঙ্গলবার)- হোলি/হোলিকা দহন/ধুলান্ডি/দোল যাত্রা- মহারাষ্ট্র, অসম, রাজস্থান, শ্রীনগর, গোয়া, উত্তরখণ্ড, উত্তর প্রদেশ,জম্মু, শ্রীনগর, তেলঙ্গানা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বন্ধ থাকছে ব্যাঙ্ক।

৮ মার্চ(বুধবার)- হোলি/হোলির দ্বিতীয় দিন/দোলযাত্রা/ধুলেটি/ইয়াওসাং দ্বিতীয় দিন: ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, মধ্য প্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ়, উত্তরখণ্ড, সিকিম, রাজস্থান, জম্মু, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, নয়া দিল্লি, বিহার, মেঘালয় ও হিমাচল প্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৯ মার্চ (বৃহস্পতিবার)- হোলি- বিহারে বন্ধ থাকবে ব্যাঙ্ক

১১ মার্চ (শনিবার)- দ্বিতীয় শনিবার- সাপ্তাহিক ছুটি

অর্থাৎ, দোলযাত্রা উপলক্ষে বাংলায় একদিনই বন্ধ থাকছে ব্যাঙ্ক। হোলির দিন ব্যাঙ্কে স্বাভাবিক নিয়মেই কাজ হবে।

মার্চ মাসে আর কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক:

১২ মার্চ- রবিবার (সাপ্তাহিক ছুটি)
১৯ মার্চ- রবিবার (সাপ্তাহিক ছুটি)
২২ মার্চ- গুড়ি পাদওয়া/উগাদি/বিহার দিবস/১লা নবরাত্রি/তেলেগু নববর্ষ
২৫ মার্চ- চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি)
২৬ মার্চ – রবিবার(সাপ্তাহিক ছুটি) সাপ্তাহিক ছুটি)
৩০ মার্চ – রাম নবমী- গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, তেলঙ্গানা, ঝাড়খণ্ড, বিহার, সিমলা, উত্তর প্রদেশ, রাজস্থান, তেলঙ্গানায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

Next Article