Bank holiday: ফের টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, শীঘ্রই কাজ সেরে ফেলুন

Sukla Bhattacharjee |

Jan 24, 2024 | 8:15 AM

Bank holiday: সাধারণতন্ত্র দিবস, এই বছর শুক্রবার পড়েছে, চলতি মাসে এটাই একমাত্র জাতীয় ছুটির দিন। এরপর ২৭ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং সেদিন দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে দেশে টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সবমিলিয়ে, ২৫ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে লং উইকএন্ড।

Bank holiday: ফের টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, শীঘ্রই কাজ সেরে ফেলুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: এই সপ্তাহে কি ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ আছে? তাহলে সপ্তাহান্তের জন্য একেবারেই অপেক্ষা করবেন না। আজই সেরে ফেলুন। না হলে আর এই সপ্তাহে হবে না। কেননা ফের ব্যাঙ্কে টানা ছুটি। এই সপ্তাহে এক বা দু-দিন নয়, টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। শুক্রবার থেকে রবিবার টানা তিন দিন সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

কিছু রাজ্যে ২৩ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ ছিল। তার আগে সোমবার ২২ জানুয়ারি, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সমস্ত সরকারি ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক বন্ধ ছিল। আবার ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার কিছু রাজ্যে স্থানীয় ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। আঞ্চলিক ছুটি ও সাধারণ ছুটি মিলিয়ে চলতি মাসে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে

 

চলতি সপ্তাহে এই তারিখগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে

২৩ জানুয়ারি, মঙ্গলবার – গান নগাই – মণিপুরের আঞ্চলিক উৎসবের জন্য সেখানে ব্যাঙ্ক বন্ধ থাকছে।
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার- থাই পূসাম/মহম্মদ হজরত আলির জন্মদিন- তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তর প্রদেশে ব্যাঙ্কগুলি বন্ধ রয়েছে৷
২৬ জানুয়ারি, শুক্রবার – সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ রয়েছে।

দেশে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ

সাধারণতন্ত্র দিবস, এই বছর শুক্রবার পড়েছে, চলতি মাসে এটাই একমাত্র জাতীয় ছুটির দিন। এরপর ২৭ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং সেদিন দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে দেশে টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সবমিলিয়ে, ২৫ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে লং উইকএন্ড। যেমন, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশে স্থানীয় ছুটির কারণে ব্যাঙ্কগুলি টানা চারদিন বন্ধ থাকবে।

Next Article