কলকাতা: রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ভারতের শেয়ার মার্কেট। বিগত কয়েকদিন ধরেই হু হু করে বাড়ছে একাধিক নামজাদা সংস্থার শেয়ার দর। কিন্তু, এরইমধ্যে বেশ কিছু স্টকের দাম এখনও রয়েছে নীচের দিকে। অনেক স্টকের দাম বেশ খানিকটা পড়ে গিয়েছে। কয়েকদিন আগেই যে শেয়ারের দাম ছিল ৬০০ টাকার উপরে। তাতেই নামল রাতারাতি ধস। তা একদিনেই নেমে যেতে দেখা গেল সাড়ে পাঁচশোর নিচে। কথা হচ্ছে D P Wires Ltd এর শেয়ার দর নিয়ে। শুক্রবার মার্কেট বন্ধের সময় শেষ পর্যন্ত একদিনে ৩৭ টাকার বেশি কমে সংস্থার শেয়ার প্রতি দাম দাঁড়িয়েছে ৫৮৫ টাকা। কিন্তু, আচমকা কেন এই পতন?
তথ্য বলছে, এই সংস্থার লক্ষাধিক স্টক ছিল বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের কাছে। কিন্তু, গত ৮ ডিসেম্বর তিনি এই সংস্থার ১ লক্ষ ১৬ হাজার ৫৭৬ শেয়ার বেচে দিয়েছেন তিনি। শেয়ার প্রতি ৫৬৮ টাকা দরে তিনি এই শেয়ার গুলি বেচেছেন বলে দেখা যাচ্ছে। এদিকে কাকতালীয় ভাবে এর ঠিক পরেই হু হু করে পড়তে শুরু করে D P Wires Ltd এর শেয়ার দর। এর আগে ২৫ মে এই সংস্থারই আবার ৮৯ হাজারের বেশি শেয়ার বেচেছিলেন অমিতাভ। সেই সময় শেয়ার প্রতি দাম পেয়েছিলেন ৪১২ টাকা।
তথ্য এও বলছে যে ৮ ডিসেম্বর তিনি লক্ষাধিক শেয়ার বেচেছেন সেদিনই আবার এই সংস্থার ১ হাজার ৪০৫টি শেয়ার কিনেছেন বিগ বি। তবে শুধু এই সংস্থা নয়, অমিতাভের হাতে আরও একাধিক সংস্থার লক্ষ লক্ষ শেয়ার রয়েছে। এর মধ্যে একদম উপরের দিকে রয়েছে Nitin Fire Protection Industries Ltd. তথ্য বলছে, ২০১৫ সালের ১৪ অগস্ট এই সংস্থার ১৫ লক্ষ শেয়ার কেনেন তিনি। এরকমই তাঁর পোর্টফোলিওতে রয়েছে আরও একাধিক সংস্থার শেয়ার।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।