Income Tax: এই বাজেটেই বড় পরিবর্তন, আয়করদাতাদের থেকে এই অপশনই কেড়ে নেবে সরকার?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 25, 2025 | 5:12 PM

Budget 2025: পুরনো কর কাঠামোয় যেমন কর ছাড়ের সুবিধা পাওয়া যেত, তা পাওয়া যায় না নতুন কর কাঠামোয়। বর্তমানে পুরনো ও নতুন- দুই কর কাঠামোই রয়েছে। করদাতারা নিজেদের পছন্দ মতো কর কাঠামোয় আয়কর জমা দিতে পারেন।

Income Tax: এই বাজেটেই বড় পরিবর্তন, আয়করদাতাদের থেকে এই অপশনই কেড়ে নেবে সরকার?
প্রতীকী চিত্র।
Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

Follow Us

নয়া দিল্লি:  ২০২০ সালের বাজেটে মোদী সরকার এনেছিল নতুন আয়কর কাঠামো। সরলীকরণ করা হয়েছিল কর কাঠামোর। তবে পুরনো কর কাঠামোয় যেমন কর ছাড়ের সুবিধা পাওয়া যেত, তা পাওয়া যায় না নতুন কর কাঠামোয়। বর্তমানে পুরনো ও নতুন- দুই কর কাঠামোই রয়েছে। করদাতারা নিজেদের পছন্দ মতো কর কাঠামোয় আয়কর জমা দিতে পারেন। তবে জল্পনা শোনা যাচ্ছে, এবার থেকে আর সেই সুযোগ থাকবে না আয়করদাতাদের। তাদের নতুন আয়কর কাঠামোতেই আয়কর জমা দিতে হবে।

কেন্দ্র আগেই ইঙ্গিত দিয়েছিল, ধীরে ধীরে বিদায় নেবে পুরনো আয়কর কাঠামো। সেই কারণে বিগত কয়েক বছরের বাজেট ঘোষণাতেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন কর কাঠামোতেই বেশি জোর দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার আসন্ন ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে পুরনো কর কাঠামো সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারে।

২০২৩ সালের বাজেটে নতুন কর কাঠামোকেই ‘ডিফল্ট অপশন’ করে দেওয়া হলেও, পুরনো কর কাঠামো বর্তমান এবং বহু মানুষ এই কাঠামোয় আয়করও দেন। দুটি কর কাঠামো থাকায় বহু আয়করদাতাই জটিলতার অভিযোগ জানিয়েছিলেন। এবার সেই পদ্ধতি সরলীকরণ করতেই পুরনো কর কাঠামো তুলে দেওয়া হতে পারে।

মোদী ৩.০-র এটাই পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে, যা পূর্ণ মেয়াদের। গত বছর, ২০২৪ সালে দুইবার বাজেট পেশ হয়েছিল লোকসভা নির্বাচনের কারণে। এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা অনেক। আয়করদাতারা আশা করছেন, এবার হয়তো সরকার আয়করে বড়সড় ছাড় ঘোষণা করতে পারে।

বর্তমানে নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় পাওয়া যায়। সূত্রের খবর, এবারের বাজেটে সরকার নতুন আয়কর কাঠামোয় এক নতুন ট্যাক্স স্ল্যাব আনতে পারে। ১৫ থেকে ১৮ লক্ষ টাকা যাদের বার্ষিক আয়, তাদের জন্য এই কর কাঠামো হবে।  সেই সীমায় কর ২৫ শতাংশ হতে পারে।

Next Article