নয়া দিল্লি: মোবাইল ছাড়া জীবন অচল। কিন্তু মাথাব্যথা হয়ে উঠেছে মোবাইল রিচার্জ। কমবেশি সকলের কাছেই এখন দুটি সিম। তবে বেশি ব্যবহার হয় একটাই সিম। অথচ সিম সচল রাখতে মাসে মাসে দুটি সিমেই রিচার্জ করতে হয়। আর সেই রিচার্জ তো সস্তা নয়। আগে ১০-২০ টাকার রিচার্জ করা গেলেও, এখন ৩০০-৪০০ টাকার নীচে রিচার্জ অফারই নেই। বাধ্য হয়েই গ্রাহকদের বেশি দামের রিচার্জ করতে হয়। তবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলির এই জোরজুলুম আর বেশিদিন চলবে না। এবার কড়া নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া বা ট্রাই।
দেশের ১২০ কোটিরও বেশি মানুষ মোবাইল ব্যবহার করেন। তবে সকলেই যে ইন্টারনেট ব্যবহার করেন, তা নয়। এবার এদের জন্য বড় নির্দেশ দিল ট্রাই। টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম ১০ টাকা থেকে রিচার্জ, ৩৬৫ দিনের ভ্যালিডিটির রিচার্জ বাধ্যতামূলক করার। যাদের দুটি সিম, তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে।
রিলায়েন্স জিয়ো থেকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, বিএসএনএলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রাই। জানা গিয়েছে, কয়েকমাস আগেই স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছিল ট্রাই। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই মোবাইলের রিচার্জ সস্তা হয়ে যাবে।