নয়া দিল্লি: শুক্রবারই টুইটার অধিগ্রহণ (Twitter Acquisition) প্রক্রিয়া সম্পন্ন করেছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) দীর্ঘ আইনি জটিলতার পর ৪৪০০ কোটি মার্কিন ডলার চুক্তি পূরণ হতেই টেসলার শীর্ষ আধিকারিকদের ঘাড় ধরে সংস্থা থেকে বের করে দিয়েছেন ইলন। সেই তালিকায় রয়েছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল সহ টুইটারের লিগাল হেড বিজয়া গাড্ডে, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সেগল ও সিন এজেড। টুইটার নিজের করায়ত্ত করার পরই তাৎপর্যপূর্ণ টুইট করেছেন মাস্ক। টুইটে মাস্ক লেখেন, “পাখি এবার মুক্ত।” নীল রঙের টুইটার লোগো সকলের কাছে ভীষণ পরিচিত।
the bird is freed
— Elon Musk (@elonmusk) October 28, 2022
টুইটারের দায়িত্ব নেওয়ার পরই সংস্থার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করা হতে পারে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। ওয়াশিংটন পোস্ট সিএনবিসি সূত্রে পরাগ আগরওয়ার সহ বাকিদের বরখাস্ত করার খবর সামনে এসেছে। বুধবার মুখে চওড়া হাসি নিয়ে চিনামাটির একটি বেসিন হাতে টুইটার সদর দফতরের প্রবেশ করেছিলেন ইলন মাস্ক। নিজের টুইটার প্রোফাইলের বায়ো বদলে ‘চিফ টুইট’ করেছেন ইলন।
Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk) October 26, 2022
টুইটার অধিগ্রহণের আগেই স্প্যাম বট ও ভুয়ো টুইটার অ্যাকাউন্ট নিয়ে সরব হয়েছিলেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন টুইটারের অ্যালগরিদমে বদল এনে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বন্ধের চেষ্টা করবেন। এমনকী সেন্সরশিপের ওপরও তিনি নিয়ন্ত্রণ টানার চেষ্টা করবেন। তবে ইলন মাস্ক খোলসা করে এখনও বলেননি যে টুইটারের শীর্ষে কে থাকবেন। এর পাশাপাশি টুইটারের কর্মীদের তিনি আশ্বস্ত করেছেন যে তাদের চাকরি হারানোর কোনও আশঙ্কার করার কোনও প্রয়োজন নেই।
বেশ কয়েকদিন ধরে মাস্ক ও টুইটার চুক্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে। এপ্রিল মাসের ৪ তারিখ ইলন টুইটারের নিজের ৯.২ শতাংশ শেয়ার থাকার কথা ঘোষণা করেছিলেন, যা তাঁকে টুইটারের সবথেকে বড় অংশীদার হিসেবে তুলে এনেছিল।