AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শেষ মুহূর্তে মনে পড়েছে ছবির কথা? চিন্তা নেই, ১০ মিনিটেই পাসপোর্ট সাইজের ছবি পৌঁছে দেবে Blinkit

Blinkit: শাক-সবজি থেকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীই পাওয়া যায় ব্লিনঙ্কিটে। তা সে ঘর মোছার সাবানই হোক বা প্রসাধনী সামগ্রী। আইসক্রিম থেকে ছাতা, রোদ চশমা, যা চাইবেন, তাই-ই আলাদিনের জিনের মতো ১০ মিনিটে নিয়ে হাজির হয় এই ডেলিভারি অ্যাপ। এবার অনলাইনে ছবিও ডেলিভারি করবে ব্লিনঙ্কিট।

শেষ মুহূর্তে মনে পড়েছে ছবির কথা? চিন্তা নেই, ১০ মিনিটেই পাসপোর্ট সাইজের ছবি পৌঁছে দেবে Blinkit
প্রতীকী চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: Aug 11, 2024 | 2:18 PM
Share

নয়া দিল্লি: রাতে বাড়িতে বসে গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ করছেন, হঠাৎ খেয়াল পড়ল, আপনার কাছে তো ছবি নেই! এদিকে, সকালেই ফর্ম জমা দিতে হবে। তাহলে কী করবেন? রাত-বিরেতে ইতি-উতি ছোটার আর দরকার নেই। এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন পাসপোর্ট সাইজের ছবি। তাও আবার মাত্র ১০ মিনিটেই। হ্যাঁ, এই পরিষেবাই নিয়ে আসছে অনলাইন ফাস্ট ডেলিভারি সার্ভিস ব্লিনঙ্কিট (Blinkit)। এবার বাড়িতেই পাসপোর্ট সাইজের ছবিও ডেলিভারি করবে এই অ্যাপ।

শাক-সবজি থেকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীই পাওয়া যায় ব্লিনঙ্কিটে। তা সে ঘর মোছার সাবানই হোক বা প্রসাধনী সামগ্রী। আইসক্রিম থেকে ছাতা, রোদ চশমা, যা চাইবেন, তাই-ই আলাদিনের জিনের মতো ১০ মিনিটে নিয়ে হাজির হয় এই ডেলিভারি অ্যাপ। এবার অনলাইনে ছবিও ডেলিভারি করবে ব্লিনঙ্কিট। সংস্থার সিইও আলবিন্দর ধিন্দসা এই ঘোষণা করেছেন।

আগেই ডকুমেন্ট প্রিন্ট আউট ও ডেলিভারির সুবিধা এনেছে ব্লিনঙ্কিট। এবার তার সঙ্গে পছন্দসই আকারের ছবিও পাওয়া যাবে। গ্রাহকরা অ্যাপে ছবি দিয়ে অর্ডার দিলেই, কয়েক মিনিটের মধ্যেই ছবি প্রিন্ট করে এনে পৌঁছে দেওয়া হবে আপনার বাড়িতে।

জানা গিয়েছে, আপাতত দিল্লি ও গুরুগ্রামেই এই পরিষেবা চালু করা হচ্ছে। জনপ্রিয়তা পেলে, শীঘ্রই অন্যান্য শহরেও এই পরিষেবা চালু করা হবে।