BSNL: ছুড়ে ফেলে দিন Sim কার্ড, লাগবে কোনও ‘নেটওয়ার্ক’, ভারতে প্রথমবার এই যুগান্তকারী দেবে BSNL
BSNL: এই পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল 'ভিয়াস্যাট' নামে এক মার্কিন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ২০২৪-এর ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে প্রথম এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছিল। পরে টেলিকম মন্ত্রক এক্স হ্যান্ডেলে জানিয়েছে বিষয়টি।
নয়া দিল্লি: একসময় জিও বা এয়ারটেলের মতো সংস্থার রকরমায় বিএসএনএল (BSNL)-এর গ্রাহক সংখ্যা কমে গিয়েছিল অনেক। সম্প্রতি আবারও বিএসএনএল-এর গ্রাহক সংখ্যা বাড়তে শুরু করেছে। আর এবার দেশ জুড়ে এমন এক পরিষেবা দিতে চলেছে এই সংস্থা, যা পিছনে ফেলে দিতে পারে জিও, এয়ারটেল, ভোডাফোনকে। নতুন প্রযুক্তিতে কোনও সিম কার্ড বা কোনও নেটওয়ার্ক ছাড়াই ফোনে কথা বলা সম্ভব। পাঠানো যাবে এসএমএস, এমনকী ইউপিআই পেমেন্ট পর্যন্ত করা যাবে।
টেলিকম বিভাগের তরফ থেকে বিএসএনএল-এর তরফ থেকে ‘ডিরেক্ট টু ডিভাইস’ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ভারতে প্রথমবার এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে টেলিকম পরিষেবার ক্ষেত্রে। ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক এই পরিষেবা দেয়। ভারতে সেই প্রযুক্তি চালু হল এবার।
এই পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল ‘ভিয়াস্যাট’ নামে এক মার্কিন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ২০২৪-এর ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে প্রথম এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছিল। পরে টেলিকম মন্ত্রক এক্স হ্যান্ডেলে জানিয়েছে বিষয়টি।
এই খবরটিও পড়ুন
এই পরিষেবার অর্থ হল, স্যাটেলাইটের সঙ্গে সরাসরি ফোনের সংযোগ থাকবে। ফলে যে সব জায়গায় ওয়াই ফাই বা সেলুলার নেটওয়ার্ক কাজ করবে না, সেখান থেকেই মোবাইল ফোনের সব কাজ করা যাবে।
‘ভিয়াস্যাট’ নামে ওই মার্কিন সংস্থার এল ব্যান্ড স্যাটেলাইট ব্যবহার করে এই পরিষেবা চালু করছে বিএসএনএল। ভূপৃষ্ঠ থেকে ৩৬,০০০ কিলোমিটার উঁচুতে থাকা ডিভাইসও কাজ করবে আপনার হাতে থাকা মোবাইলে। ফলে, প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষ উপকৃত হবেন। এছাড়া এমার্জেন্সি কল, এসওএস মেসেজ পাঠাতে পারবেন সাধারণ মানুষ। কথা বলা ও মেসেজ পাঠানোর পাশাপাশি ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করাও যাবে এই পদ্ধতিতে।