AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sushanta Ghosh: ২৫০০ টাকা অ্যাডভান্স নিয়েই কাজে নেমে পড়েন যুবরাজ! আর কী জানতে পারল পুলিশ

Sushanta Ghosh: যুবরাজকে জেরা করে একের পর এক তথ্য আসছে পুলিশের হাতে। শুক্রবার তিলজলায় একটি স্কুটি দেওয়া হয় তাঁদের, বলা হয় সুশান্তকে ভয় দেখাতে হবে। আর পিছনদিকে বাকিরা থাকবে, তারা তাদের কাজ করে চলে যাবে।

Sushanta Ghosh: ২৫০০ টাকা অ্যাডভান্স নিয়েই কাজে নেমে পড়েন যুবরাজ! আর কী জানতে পারল পুলিশ
সুশান্ত ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 16, 2024 | 10:59 AM
Share

কলকাতা: সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এবার এক ট্যাক্সি চালককে আটক করল কসবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ট্যাক্সি চালক আততায়ীদের ওই রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে একাধিকবার। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে, শুক্রবার যাঁকে গ্রেফতার করা হয়েছে, তিনি ভুল নাম বলছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ধৃত ব্যক্তির নাম মহম্মদ ইকবাল। তবে এখন জানা যাচ্ছে, এটা হল ছদ্মনাম। তাঁর আসল নাম যুবরাজ সিং। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যিনি মূলচক্রী, তিনি কলকাতা বন্দরের দুটি জায়গায় আততায়ীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে তাঁদের থাকার জন্য ব্যবস্থা করা হয়।

গত কয়েকদিন ধরেই অভিযুক্তরা রেইকি করেছেন বলে মনে করছে পুলিশ, সেই মতো তাঁরা নিজেদের পরিকল্পনা সফল করতেই এসেছিল। যুবরাজকে ২,৫০০ টাকা অ্যাডভান্স দিয়েছিলো বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা।

যুবরাজকে জেরা করে একের পর এক তথ্য আসছে পুলিশের হাতে। শুক্রবার তিলজলায় একটি স্কুটি দেওয়া হয় তাঁদের, বলা হয় সুশান্তকে ভয় দেখাতে হবে। আর পিছনদিকে বাকিরা থাকবে, তারা তাদের কাজ করে চলে যাবে।

সব মিলিয়ে পাঁচজনের থেকে তথ্য অনুসন্ধান করছে কসবা থানার পুলিশ। ধৃতের হাতে অস্ত্র কোথা থেকে এল, তা নিয়ে পুলিশ জানতে চাইছে। কিন্তু ধৃত জেরায় জানাচ্ছেন, তাঁর কাছেই ছিল ওই অস্ত্র। যদিও পুলিশ এই সব তথ্য যাচাই করে দেখছে।