নয়া দিল্লি: সম্প্রতি গ্রাহক সংখ্যা বেড়েছে বিএসএনএল-(BSNL)-এর। কিছুদিন আগেই কানেকশন নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল। সে সব মিটে গিয়েছে। আপাতত বিএসএনএল গ্রাহকদের আর কোনও অভিযোগ নেই। এরই মধ্যে আরও এক নতুন অফার সামনে আনল বিএসএনএল। কোনও সেট টপ বক্স লাগবে না। ৫০০ খানা চ্যানেলে দেখা যাবে একেবারে ঝকঝকে ছবি।
BSNL ইতিমধ্যেই ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক IFTV পরিষেবা চালু করেছে। আৎ সেই পরিষেবায় কোনও সেট-টপ বক্স ছাড়াই বিনামূল্যে ৫০০-টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন গ্রাহকরা। সংস্থার তরফে জানানো হয়েছে, ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমেই HD মানের লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। যদি বাড়িতে একটি পুরনো এলসিডি বা এলইডি টিভি থাকে, তাহলে ‘ফায়ার স্টিক’ জুড়ে সহজেই BSNL-এর IFTV পরিষেবা পাওয়া যাবে।
আনুষ্ঠানিকভাবে বিএসএনএল ঘোষণা করেছে যে তারা গুজরাটেও তাদের IFTV পরিষেবা শুরু করেছে। এর আগে এই পরিষেবা চালু করা হয়েছে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং পঞ্জাবে। পঞ্জাবে বিএসএনএল এই উদ্যোগের জন্য স্কাইপ্রো-র সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। এছাড়া BSNL সম্প্রতি পুদুচেরিতে ডাইরেক্ট-টু-মোবাইল (D2M) পরিষেবাও চালু করেছে, যা BiTV নামে পরিচিত। এই পরিষেবার মাধ্যমে, মোবাইল ব্যবহারকারীরা বিনামূল্যে ৩০০-টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন।
IFTV পরিষেবা হল ভারতে প্রথম ফাইবার-ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবা। কোনও বাধা ছাড়াই টিভিতে পছন্দের চ্যানেল দেখা যাবে। কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই এই IFTV পরিষেবাটি পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। গ্রাহকরা এই অফারে আকৃষ্ট হবে বলেই আশা সংস্থার।