নয়া দিল্লি: বিভিন্ন টেলিকম সংস্থা তাদের ট্যারিফ বাড়িয়ে দেওয়ায় চিন্তা বেড়েছে অনেকেরই। মাসের খরচে পড়ছে টান। এই পরিস্থিতিতে বেসরকারি সংস্থা ছেড়ে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)-এর দিকে ঝুঁকছেন অনেকেই।
গত এক মাসে কয়েক লক্ষ নতুন সিম বিক্রি হয়েছে বিএসএনএলের। এই সংস্থার সবথেকে ভাল প্ল্যান কোনটি, জেনে নিন।
সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি তার বর্তমান রিচার্জ প্ল্যানে বেশ কিছু পরিবর্তন করেছে। ফলে গ্রাহকরা অনেক কম খরচে পরিষেবা পাচ্ছেন। যেমন ধরা যাক, ৭৯৭ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান আছে, যার মেয়াদ ৩০০ দিন। সব গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই প্ল্যান।
বিএসএনএলের প্রিপেড প্ল্যানে সুবিধা পাওয়া যায়। বিএসএনএলের গ্রাহকরা বর্তমানে একটি প্ল্যানে ৬০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পান। বাকি ২৪০ দিনের জন্য শুধুমাত্র ইনকামিং কলের সুবিধা পাওয়া যায়। আপনি যদি দ্বিতীয় বা বিকল্প সিম হিসেবে বিএসএনএল ব্যবহার করতে চান, আর সিমটি সক্রিয় রাখতে চান তাহলে এটি একটি দুর্দান্ত প্ল্যান।
তবে ৭৯৭ টাকার প্ল্যান ব্যবহারকারীদের জন্য অত্যন্ত কার্যকরী। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন থেকে ৬৫ দিন কমিয়েছে বিএসএনএল। তবে প্রায় এক বছর অর্থাৎ ৩০০ দিন একেবারে বিনা বাধায় ফোনে কথা বলা যাবে এই প্ল্যানে। শুধুমাত্র ফোনে কথা বলার জন্য এই প্ল্যান ব্যবহার করতে পারেন।