BSNL-এর 5G আসছে কবে, বড় আপডেট দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Mar 25, 2025 | 1:55 PM

BSNL: গত বছর কেন্দ্রীয় সরকার বিএসএনএল-এর জন্য ৮০ হাজার কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করেছিল। নেটওয়ার্ক আপগ্রেড করার জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছিল। তারপর থেকে, BSNL-এর নেটওয়ার্ক আপগ্রেড করার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

BSNL-এর 5G আসছে কবে, বড় আপডেট দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল কবে 5G পরিষেবা আনবে সেদিকে তাকিয়ে রয়েছেন গ্রাহকা। এবার সে ব্যাপারেই একটি বড় আপডেট দিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জানা গিয়েছে, নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য এখনও পর্যন্ত ৭৫ হাজারেরও বেশি নতুন ৪জি টাওয়ার চালু করেছে। আগামী এক-দুই মাসের মধ্যে ১ লক্ষ ৪জি টাওয়ার স্থাপন করা হবে, এরপর বিএসএনএলের ৫জি পরিষেবা চালু করার প্রস্তুতি নেওয়া হবে।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন যে ২০২৫ সালের মে-জুনের মধ্যে বিএসএনএলের ১ লক্ষ ৪জি সাইট চালু হয়ে যাবে। এরপর 4G থেকে 5G তে রূপান্তর হবে, যা জুন মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। টেলিকম মন্ত্রক তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য শেয়ার করেছে।

গত বছর কেন্দ্রীয় সরকার বিএসএনএল-এর জন্য ৮০ হাজার কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করেছিল। নেটওয়ার্ক আপগ্রেড করার জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছিল। তারপর থেকে, BSNL-এর নেটওয়ার্ক আপগ্রেড করার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

কয়েকদিন আগেই দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট পেশ করেছে। তাতে দেখা গিয়েছে, প্রায় ১৭ বছর পর লাভের মুখ দেখেছে বিএসএনএল। তাদের সদ্য প্রকাশিত তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্টে দেখা গিয়েছে, গত তিন মাসে মোট ২৬২ কোটি টাকা লাভ করেছে তারা।