প্রথম মহিলা মন্ত্রীর বাজেট পেশ: মহিলা হিসেবে প্রথম বাজেট পেশ করার রেকর্ড ইন্দিরা গান্ধীর। ১৯৭০-৭১ সালে তিনি ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু অর্থমন্ত্রী পদে মোরারজি দেশাই ইস্তফা দিয়ে দেওয়ার পর সেই পদের দায়িত্ব নেন ইন্দিরা গান্ধী। তিনিই সেবার বাজেট পেশ করেছিলেন।
প্রথম সকালে বাজেট পেশ: ১৯৯৯ সালের আগে পর্যন্ত বাজেট পেশ করা হত বিকেল ৫টায়। ওই বছর প্রথম সকাল ১১ টায় বাজেট পেশ শুরু হয়। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা। তিনিই এই পরিবর্তন আনেন।
প্রথমবার পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ: ২০১৭ সালের আগে পর্যন্ত রীতি ছিল বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিন। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই নিয়ম বদলে দেন। তাঁর আমল থেকেই ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার রীতি শুরু হয়।
স্বাধীনতার পর প্রথম বাজেট: ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবার বাজেট পেশ হয়েছিল সেই বছরের ২৬ নভেম্বর। সেই সময় অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন আর কে সন্মুখম চেট্টি।
প্রথমবার বাজেট পেশ: ভারতে প্রথমবার বাজেট পেশ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। ১৮৬০ সালের ৭ এপ্রিল সেই বাজেট পেশ হয়। স্কটিশ অর্থনীতিবিদ জেমস উইলসন সেই বাজেট প্রকাশ করেছিলেন।
প্রথমবার হিন্দি-বাজেট: ১৯৫৫ সাল পর্যন্ত শুধুমাত্র ইংরেজিতেই বাজেট পেশ করা হত। ১৯৫৫-৫৬ অর্থবর্ষে প্রথমবার ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই বাজেটের সব নথি প্রস্তুত করা হয়। ভাষার ক্ষেত্রে এই পরিবর্তন এনেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী চিন্তামন দ্বারকানাথ দেশমুখ।
এবার রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারামন। জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলে তিনিই হবেন দেশের প্রথম অর্থমন্ত্রী, যাঁর ঝুলিতে থাকবে একটানা সাতবার বাজেট পেশ করার রেকর্ড।