নয়া দিল্লি: গত কয়েক মাস ধরেই ঋণে জর্জরিত ভারতের অন্যতম এডটেক সংস্থা বাইজু’স (BYJU’s)। ঋণখেলাপি, তার সঙ্গে মার্কিন আদালতে আইনি লড়াই চলছে। এই পরিস্থিতিতে এবার ঋণ পরিশোধের বিশেষ প্রস্তাব দিল বাইজু’স। ছয় মাসেরও কম সময়ের মধ্যে তাঁর সম্পূর্ণ ১.২ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৯৯৪৮ কোটির বেশি টাকা) ঋণ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন বাইজু’স কর্তা বাইজু রবীন্দ্রন।
বাইজুর সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বাইজু ঋণ পরিশোধের এক আশ্চর্যজনক প্রস্তাব দিয়েছেন। তাঁর সংশোধনী প্রস্তাব গৃহীত হলে কোম্পানিটি তিন মাসের মধ্যে ঋণের ৩০০ মিলিয়ন মার্কিন ডলার এবং পরবর্তী তিন মাসের মধ্যে বাকি ঋণ পরিশোধ করে দিতে পারবে বলেও প্রস্তাব দিয়েছেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক বাইজু’স-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, ঋণদাতারা প্রস্তাবটি পর্যালোচনা করছেন এবং কীভাবে ঋণ পরিশোধের অর্থায়ন করা হবে সে সম্পর্কে আরও বিশদ জানতে চাইছেন।
বাইজু’স-এর তরফে আরও জানানো হয়, কোম্পানিটি একটি দ্রুত রেজোলিউশন এবং একটি সংশোধনী কার্যকর করার চেষ্টা করেছে। যদিও বাইজুর প্রস্তাবে ঋণদাতারা সহমত হবে কি না তা এখনই স্পষ্ট নয়। তবে ভারতের এই সংস্থার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রসঙ্গত, ২০১৫ সালে বিশিষ্ট শিক্ষাবিদ বাইজু রবীন্দ্রন এই স্টার্টআপ সংস্থার প্রতিষ্ঠা করেন। এটির নাম ছিল থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড। করোনার সময় অনলাইন পড়াশোনার ক্ষেত্রে এই সংস্থাটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট, মার্ক জুকারবার্গের ‘চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ’এর মতো লগ্নিকারীদের থেকে বিনিয়োগ আদায় করেছিল বাইজু’স। ২০২১ সালে ঋণদাতাদের কাছ থেকে পাঁচ বছরের জন্য মেয়াদী ঋণ নেয় এই সংস্থা। বর্তমানে কোম্পানির আর্থিক বৃদ্ধিতে ভাটা পড়েছে। নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে না পারায় ঋণ খেলাপির দায়ও পড়েছে বাইজু’স-এর উপর।