Bank FD Rates: Fixed Deposit করলেই দুই সরকারি ব্যাঙ্ক দিচ্ছে বিরাট সুযোগ! লক্ষ লক্ষ টাকা ঘরে তুলুন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jun 25, 2022 | 9:00 AM

Fixed deposit: মানুষও তাদের গ্রাহকদের জন্য এফডি বিনিয়োগের জন্য বিরাট সুযোগ নিয়ে এসেছে। কানাড়া ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব ইন্ডিয়া সাধারণের জন্য নতুন দুটি ফিক্সড ডিপোজিট স্কিমের কথা জানিয়েছে।

Bank FD Rates: Fixed Deposit করলেই দুই সরকারি ব্যাঙ্ক দিচ্ছে বিরাট সুযোগ! লক্ষ লক্ষ টাকা ঘরে তুলুন
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

ভবিষ্যতের কথা ভেবে এবং ঝুঁকিহীন বিনিয়োগের জন্য সিংহভাগই মানুষই সরকারি ব্যাঙ্কে বিনিয়োগ করতে পছন্দ করেন। ব্যাঙ্ক বিনিয়োগ করলে টাকা খোয়া যাওয়ার কোনও ভয় থাকে না, পাশাপাশি লাভজনক সুদের হারও মেলে। সেই কারণে প্রচুর মানুষ সেভিংসের পাশাপাশি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) অথবা এফডিতেও বিনিয়োগ করেন। এফডিতে বিনিয়োগ করলে সেভিংস অ্যাকাউন্টের (Savings Account) তুলনায় সুদেরও হারও অনেকটাই বেশি মেলে, সেক্ষেত্রে সঞ্চয়ও হয় অনেকটা বেশি। আরবিআইয়ের দ্বারা রেপো রেট (Repo Rate) ৫০ বেসিস পয়েন্ট (Basis Point) বৃদ্ধির পরেও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সাধারণ মানুষও তাদের গ্রাহকদের জন্য এফডি বিনিয়োগের জন্য বিরাট সুযোগ নিয়ে এসেছে। কানাড়া ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব ইন্ডিয়া সাধারণের জন্য নতুন দুটি ফিক্সড ডিপোজিট স্কিমের কথা জানিয়েছে। এক নজরে স্কিমগুলি সম্পর্কে জেনে নিন…

ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Bank Of India)

ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৪৪৪ দিনের একটি বিশেষ এফডি স্কিম নিয়ে এসেছে। এই স্কিমে টাকা রাখলে সাধারণ মানুষরা ৫.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৬ শতাংশ হারে সুদ পাবেন। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়ছে, ১১৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই নতুন স্কিম চালু করা হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২২, ব্যাঙ্কের ১১৭ তম প্রতিষ্ঠা দিবস। গ্রাহকরা ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোবাইল অ্যাপ অথবা স্থানীয় শাখা থেকে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এই বিনিয়োগ করা যেতে পারে।

কানাড়া ব্যাঙ্ক (Canara Bank)

কানড়া ব্যাঙ্কও নতুন একটি এফডি স্কিম চালু করেছে। গ্রাহকরা ৩০ সেপ্টেম্বর অবধি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে ৫.১০ শতাংশ সুদ মিলবে, প্রবীণ নাগরিকদের আরও ০.৫০ শতাংশ বেশি সুদ মিলবে। বিবৃতি দিয়ে ব্যাঙ্ক জানিয়েছে, এই টার্ম ডিপোজিট ৩৩৩ দিনের। তবে এই বিশেষ ধরনের এফডিতে ২ কোটি টাকার কম বিনিয়োগ করলে তবে এই হারে সুদ মিলবে।

Next Article