Bank Interest Rates: রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে স্থায়ী আমানত আছে? এবার পাবেন বাড়তি সুদ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 05, 2023 | 8:25 PM

Bank Interest Rates: স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে কানাড়া ব্যাঙ্ক। আজ থেকেই কার্যকর হয়েছে নয়া সুদের হার।

Bank Interest Rates: রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে স্থায়ী আমানত আছে? এবার পাবেন বাড়তি সুদ
প্রতীকী ছবি

Follow Us

আগামিকাল বৈঠক রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটির। এই বৈঠকে ফের রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর বৃহস্পতিবারই রেপো রেট নিয়ে ঘোষণা করবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তার আগেই সুদের হার বৃদ্ধি করল কানাড়া ব্যাঙ্ক। ২ কোটি টাকার নিচে এই সুদের হার বৃদ্ধির ঘোষণা করল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ৫ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে এই নয়া সুদের হার। সুদের হার বৃদ্ধির পর ৭ দিন থেকে ১০ বছরের কলেবল ডিপোজিটে সাধারণ নাগরিকদের সুদ দিচ্ছে ৪ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ। আর প্রবীণ নাগরিকরা পাবেন ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ।

বর্তমানে কানাড়া ব্যাঙ্কের নন কলেবল ফিক্সড ডিপোজিটে সুদের হার:

৭ দিন থেকে ৪৫ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৪ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৪ শতাংশ

৪৬ থেকে ৯০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৫.২৫ শতাংশ সুদ দেওয়া হবে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৫.২৫ শতাংশ

৪৬ দিন থেকে ৯০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৫.২৫ শতাংশ সুদ দেওয়া হবে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৫.২৫ শতাংশ

৯১ দিন থেকে ১৭৯ দিন- সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিকদের জন্য ৫.৫ শতাংশ সুদ

১৮০ দিন থেকে ২৬৯ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫ শতাংশ হার সুদ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৬.৭৫ শতাংশ

২৭০ দিন থেকে ১ বছরের কম- সাধারণ গ্রাহককদের জন্য ৬.৫ শতাংশ হারে সুদ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৭ শতাংশ

১ বছর- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৭ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫ শতাংশ সুদের হার দেওয়া হবে।

৪৪৪ দিন- সাধারণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৭.৭৫ শতাংশ

১ বছর থেকে ২ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৬.৯ শতাংশ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৭.৪ শতাংশ

২ বছর থেকে ৩ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৬.৮৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৭.৩৫ শতাংশ

৩ বছর থেকে ৫ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৬.৮ শতাংশ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৭.৩ শতাংশ

৫ বছর থেকে ১০ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৬.৭ শতাংশ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের হার ৭.২ শতাংশ

Next Article