CCPA Fines Paytm Mall-Snapdeal: এই ই-কমার্স সাইট থেকে প্রেসার কুকার কিনেছেন? তবে এখনই সতর্ক হোন…
CCPA Fines Paytm Mall-Snapdeal: পেটিএম মলে প্রিস্টিন ও কিউবা নামক দুটি সংস্থার প্রেসার কুকার বিক্রি করা হয়েছে। যদিও ওই পণ্যের বিবরণিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এগুলিতে আইএসআই মার্ক নেই।
নয়া দিল্লি: অনলাইন থেকে কম দামে প্রেসার কুকার ((Pressure Cooker) কিনেছেন? তবে খুব সাবধান। অনেক ওয়েবসাইটেই গুণগত মানে উন্নীত নয়, এমন প্রেসার কুকার বিক্রি করা হয়েছে। গ্রাহকদের প্রাণের ঝুঁকি তৈরি হওয়ায় সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথারিটির তরফে পেটিএম মল (Paytm Mall) ও স্ন্যাপডিল(Snapdeal)-কে ১ লক্ষ টাকা করে জরিমানা (Fine) করা হল। একইসঙ্গে সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন বিক্রিত পণ্য ফেরত নিয়ে নেয় এবং ক্রেতাদের ওই প্রেসার কুকারের জন্য নেওয়া দামও ফেরত দেওয়া হয়।
সিসিপিএ-র তরফে দুটি ভিন্ন নির্দেশিকায় পেটিএম ই-কমার্স প্রাইভেট লিমিটেড, যা পেটিএম মল নামেই পরিচিত এবং স্ন্যাপডিল প্রাইভেট লিমিটেডকে বিআইএস গুণমান পার না করায় এবং প্রেসার কুকার (কোয়ালিটি কন্ট্রোল) অর্ডার ২০২০-র নির্দেশিকা অমান্য করায় জরিমানা করা হয়েছে।
জানা গিয়েছে, পেটিএম মলে প্রিস্টিন ও কিউবা নামক দুটি সংস্থার প্রেসার কুকার বিক্রি করা হয়েছে। যদিও ওই পণ্যের বিবরণিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এগুলিতে আইএসআই মার্ক নেই। অন্যদিকে, স্ন্যাপডিলেও সরংশ এন্টারপ্রাইজ ও এজেড সংস্থার প্রেসার কুকার বিক্রি করা হয়েছে, যা আইএসআই মার্ক উত্তীর্ণ নয়।
২৫ মার্চের নির্দেশিকা অনুযায়ী, সিসিপিএ পেটিএম মলকে নির্দেশ দিয়েছে যে তাদের প্ল্যাটফর্মে বিক্রি করা ৩৯টি প্রেসার কুকার বিক্রি করা হয়েছে, তা ফেরত নিতে হবে এবং ক্রেতাদের তারবদলে ক্ষতিপূরণ বাবদ ওই প্রেসার কুকারের দাম ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একইভাবে স্ন্যাপডিলকেও আইএসআই মার্ক যুক্ত নয়, এমন ৭৩টি বিক্রি করা প্রেসার কুকার ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ও গ্রাহকদের সেই মূল্য ফেরত দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: Petrol-Diesel Price Today: ৬ দিনে ৫ বার! মধ্যবিত্তের চাপ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
আরও পড়ুন: Home Insurance: এক কাপ চায়ের দামেই করাতে পারেন বাড়ির বিমা! কীভাবে জানুন….
আরও পড়ুন: Cryptocurrency Bill: অনলাইনে বিপুল আয়ের দিন শেষ, আগামী সপ্তাহ থেকেই ক্রিপ্টোকারেন্সিতে বসছে কর