MNREGA: ১০ লক্ষের বেশি জব কার্ড বাতিল, আপনার MNREGA আইডি বন্ধ হয়নি তো?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 08, 2023 | 12:32 AM

Job card: লোকসভায় প্রদত্ত তথ্য অনুসারে, ২০২১-২২ -এ NREGS-এর অধীনে 'ভুয়ো জব কার্ড'-এর কারণে ৩.০৬ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। ২০২৩-২৪ বর্ষে ৭.৪৩ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ।

MNREGA: ১০ লক্ষের বেশি জব কার্ড বাতিল, আপনার MNREGA আইডি বন্ধ হয়নি তো?
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের (MNREGA স্কিম) সঙ্গে কোটি কোটি মানুষের কর্মসংস্থান যুক্ত। এর জন্য সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ করে।এই প্রকল্পে কর্মরত ব্যক্তিকে MNREGA কার্ড বা জব কার্ড দেওয়া হয়। মূলত, কাজের প্রয়োজন রয়েছে, সেরকম অসহায় মানুষদেরই জনব কার্ড দেওয়া হয়। সম্প্রতি এই জব কার্ড নিয়ে অনেক দুর্নীতিরও অভিযোগ উঠছে। যার প্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১০ লক্ষের বেশি জব কার্ড বাতিল করেছে। পুরো বিষয়টি কী এবং আপনার কার্ড বাতিল করা হয়েছে কিনা সেটা কীভাবে জানবেন জেনে নিন।

 

 

লোকসভায় তথ্য দিয়েছে সরকার

গত দুই আর্থিক বছর, ২০২১-২২ এবং ২০২২-২৩ মিলিয়ে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (মহাত্মা গান্ধী NREGS) অধীনে ‘ভুয়ো জব কার্ডের’ কারণে ১০ লক্ষেরও বেশি জব কার্ড বাতিল করা হয়েছে। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে। একটি প্রশ্নের লিখিত জবাবে গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছেন যে, জব কার্ড মুছে ফেলা বা আপডেট করা একটি ক্রমাগত প্রক্রিয়া এবং এই অনুশীলনটি নিয়মিতভাবে রাজ্যগুলি করে চলেছে। এই আইনের ২৫ ধারা অনুযায়ী যদি কেউ এই আইনের নিয়ম লঙ্ঘন করে। তার ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এর পাশাপাশি জাল জব কার্ড ইস্যু রোধ করতে সুবিধাভোগীদের ডেটা বেস ডি-ডুপ্লিকেশনের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করা হয়েছে।

পরিসংখ্যান কি বলে?

লোকসভায় প্রদত্ত তথ্য অনুসারে, ২০২১-২২ -এ NREGS-এর অধীনে ‘ভুয়ো জব কার্ড’-এর কারণে ৩.০৬ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। ২০২৩-২৪ বর্ষে ৭.৪৩ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ।

তালিকায় আপনার নাম নেই?

MNREGA-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, বর্তমানে ১৪.৩৭ কোটি সক্রিয় কর্মী কাজ করছেন। প্রতিটি NREGA কর্মীকে একটি ১৬ সংখ্যার নম্বর দেওয়া হয়, সেটাই আইডি নম্বর। আপনি MNREGA এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই নম্বরটি পরীক্ষা করতে পারেন। তাহলেই জানতে পারবেন আপনার জব কার্ড সক্রিয় রয়েছে কিনা। সরকার এর জন্য একটি অফিসিয়াল হেল্পলাইন নম্বর, ১৮০০-৩৪৫-২২-৪৪ জারি করেছে।

আপনি যদি অনলাইনে চেক করতে না পারেন তাহলে গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার নাম চেক করাতে পারেন। সেখানে উপস্থিত কর্মকর্তারা আপনার কার্ড দেখে বিষয়টি জানাবেন। প্রসঙ্গত প্রতি বছর সরকার ১০০ দিনের কাজ দেয়। যার জন্য দৈনিক ২২০ টাকা মজুরি দেওয়া হয়।

Next Article