DA Hike: পুজোয় বড় খবর, বাড়ল ৪ শতাংশ DA, সঙ্গে বোনাস

Oct 18, 2023 | 2:06 PM

DA Hike: বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে বোনাস দেওয়ার কথাও জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ফলে, পুজোর আগেই জোড়া সুখবর পেলেন সরকারি কর্মীরা।

DA Hike: পুজোয় বড় খবর, বাড়ল ৪ শতাংশ DA, সঙ্গে বোনাস
ডিএ বৃদ্ধির ঘোষণা (প্রতীকী ছবি)
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: সরকারি কর্মীদের প্রত্যাশাপূরণ হতে চলেছে শীঘ্রই। পুজোর আগেই জোড়া সুখবর পেলেন কর্মীরা। ফের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৪ শতাংশ ডিএ বাড়বে বলে সূত্রের খবর। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে হল ৪৬ শতাংশ।

গত ১ জুলাই থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। অর্থাৎ আগামী নভেম্বর মাস থেকেই বেতন বাড়বে তাঁদের। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ধিত ডিএ-র টাকা এরিয়ার হিসেবে যুক্ত হবে কর্মীদের বেতনের সঙ্গে। এই খবরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের উৎসবের আনন্দ যে দ্বিগুন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে গত কয়েক মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন।

এদিকে, দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। গ্রুপ সি ও গ্রুপ বি কর্মীদের জন্য ৭০০০ টাকা করে বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অব এক্সপেনডিচারের তরফ থেকে এই বোনাসের কথা ঘোষণা করা হয়েছে।

Next Article