IRCTC-র সঙ্গে হাত মেলাতেই ৫২ সপ্তাহের রেকর্ড ভাঙল Zomato-র শেয়ার দর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 18, 2023 | 1:28 PM

Share Market: যাত্রী পরিষেবা উন্নত করতেই জ্যোমাটোর সঙ্গে সম্প্রতিই চুক্তি করে আইআরসিটিসি। জানা গিয়েছে, আইআরসিটিসি-র অনলাইন ক্যাটারিং পোর্টালে অর্ডার করলে, সেই খাবার স্টেশনে ডেলিভারি করা হবে জ্যোমাটোর মাধ্য়মে।

IRCTC-র সঙ্গে হাত মেলাতেই ৫২ সপ্তাহের রেকর্ড ভাঙল Zomato-র শেয়ার দর
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুম্বই: ভারতীয় রেলওয়ের ক্যাটারিং ও পর্যটন পরিষেবা সংস্থা আইআরসিটিসি(IRCTC)-র সঙ্গে হাত মেলাতেই চড়চড়িয়ে বাড়ল জ়্যোমাটো(Zomato)-র শেয়ার দর (Share Price)।  বুধবার সকালে দালাল স্ট্রিট খুলতেই জ্যোমাটোর শেয়ার ১১৫ টাকায় বেড়ে দাঁড়ায়, যা বিগত ৫২ সপ্তাহে সর্বোচ্চ শেয়ার দর। অন্যদিকে, ঊর্ধ্বমুখী আইআরসিটিসির শেয়ারদরও। সকাল সাড়ে ন’টায় আইআরসিটিসির শেয়ারের দর ছিল ৭১৪ টাকা।

যাত্রী পরিষেবা উন্নত করতেই জ্যোমাটোর সঙ্গে সম্প্রতিই চুক্তি করে আইআরসিটিসি। জানা গিয়েছে, আইআরসিটিসি-র অনলাইন ক্যাটারিং পোর্টালে অর্ডার করলে, সেই খাবার স্টেশনে ডেলিভারি করা হবে জ্যোমাটোর মাধ্য়মে। আপাতত প্রথম দফায় পাঁচটি স্টেশন- নয়া দিল্লি, প্রয়াগরাজ, কানপুর, লখনউ ও বারাণসী স্টেশনেই এই খাবার ডেলিভারি করা হবে।

২০২১ সালের মার্চ মাসে শেয়ার বাজারে আত্মপ্রকাশ করার পর, বিগত এক বছরে জ্যোমাটোর শেয়ার দরে ক্রমাগত পতন হয়েছিল। কিন্তু চলতি বছরে অনলাইন খাবার ডেলিভারি সংস্থা যথেষ্ট লাভ করেছে। যেখানে গত বছর বিনিয়োগের ৫৭ শতাংশই খুইয়েছিলেন বিনিয়োগকারীরা, সেখানে চলতি বছরে জ্য়োমাটোর শেয়ার দর প্রায় ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত জানুয়ারি মাসে জ্য়োমাটোর শেয়ার দর সর্বনিম্ন ছিল, মাত্র ৪৪ টাকা ৩৫ পয়সায় নেমে দাঁড়িয়েছিল শেয়ারদর। সেই তুলনায় এ দিন শেয়ার দর ১৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত ১০ মাসে কেবল জানুয়ারি ও মার্চ মাসেই জ্যোমাটোর শেয়ার নেগেটিভ রিটার্ন দিয়েছিল। অন্য়দিকে, অক্টোবর অবধি জ্যোমাটোর শেয়ার ১০ শতাংশ বেড়েছে।

Next Article