IMPS Money Transfer Rules: এক ক্লিকেই ৫ লক্ষ টাকা অবধি লেনদেন, লাগবে না অ্যাকাউন্ট নম্বরও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 19, 2023 | 8:42 AM

IMPS Money Transfer Rules: ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার অধীনে আর্থিক লেনদেনের পরিষেবা হল ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা আইএমপিএস। এতে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এবং এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে আর্থিক লেনদেন সম্ভব।

IMPS Money Transfer Rules: এক ক্লিকেই ৫ লক্ষ টাকা অবধি লেনদেন, লাগবে না অ্যাকাউন্ট নম্বরও
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: আধুনিক সময়ে সবকিছুই ডিজিটাল মাধ্যমে হচ্ছে। খাবার, ওষুধ অর্ডার করা থেকে শুরু করে আর্থিক লেনদেন- সবকিছুই ডিজিটাল মাধ্যমে হচ্ছে। ‘ডিজিটাল ইন্ডিয়া’র উপরেই জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকারও। আর এই ডিজিটাল লেনদেনকে আরও মজবুত করতে আইএমপিএসে আর্থিক লেনদেনের পদ্ধতি আরও সহজ করা হল। এবার মোবাইল নম্বর ও ব্যাঙ্কের নাম দিয়েই এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা অবধি লেনদেন করা যাবে। এর জন্য গ্রাহকের নাম, আইএফএসসি ও অ্যাকাউন্ট নম্বরের কোনও প্রয়োজন পড়বে না।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার অধীনে আর্থিক লেনদেনের পরিষেবা হল ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা আইএমপিএস। এতে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এবং এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে আর্থিক লেনদেন সম্ভব। বছরের ৩৬৫ দিনই ২৪ ঘণ্টা এই পরিষেবা পাওয়া যায়। ব্যাঙ্কে ছুটি থাকলেও আইএমপিএসের পরিষেবা সর্বদা চালু থাকে।

আইএমপিএসের মাধ্যমে আর্থিক লেনদেনের উপরে আড়াই টাকা থেকে ২৫ টাকা ট্রান্সফার চার্জ লাগে। ১০ হাজার থেকে ৫ লক্ষ টাকা অবধি আর্থিক লেনদেন করা যায় আইএমপিএসের মাধ্যমে। এর জন্য আপনার কেবল সেভিংস অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে।

Next Article