কলকাতা: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। তবে উৎসবের মরশুমে লেগেছে সোনার বাজারে আগুন। চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। আজ, ১৯ অক্টোবরে ১০ গ্রাম সোনার দাম আনুমানিক ৬০ হাজার টাকা। কিছুটা দাম বেড়েছে রুপোরও। বর্তমানে কেজি প্রতি রুপোর দাম ৭৪ হাজার ৬০০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজার ৫০০ টাকা।
২২ ক্য়ারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৪৬০ টাকা।
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৪৬০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজার ৫০০ টাকা।
গতকাল কলকাতায় ২৪ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৯ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ একদিনেই সোনার দাম বেড়েছে ৬০০ টাকা।
গতকাল কলকাতায় ১ কেজি রুপোর দাম ছিল ৭২ হাজার ১০০ টাকা।
একাধিক কারণে সোনার মূল্যবৃদ্ধি হয়। তবে অন্যতম কারণ হয় চাহিদা ও সরবরাহ। দুর্গাপুজো, সামনেই ধনতেরাস, দিওয়ালি, দীপাবলি, ভাইফোঁটা সহ একাধিক উৎসব থাকায়, সোনার চাহিদা তুঙ্গে। সেই তুলনায় সরবরাহ কম থাকায় সোনার দাম বাড়তে থাকে।