যেকোনও সময়েই হ্যাক হতে পারে iPhone, iPad বা MacBook, সতর্কতা কেন্দ্রের

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 04, 2024 | 8:25 AM

Centre Warning: সিইআরটি-ইনের সতর্কতায় বলা হয়েছে, আইফোন, আইপ্যাড ব্যবহারকারীরা, যারা ১৭.৪.১ আইওএস বা আইপ্যাডওস ভার্সন ব্যবহার করেন, তাদের ফোন বা ডিভাইস সহজেই হ্যাক হয়ে যেতে পারে। আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক ছাড়াও যারা ভিশন প্রো হেডসেট ব্যবহার করেন, তাদের ডিভাইসও হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে।

যেকোনও সময়েই হ্যাক হতে পারে iPhone, iPad বা MacBook, সতর্কতা কেন্দ্রের
প্রতীকী চিত্র
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: আইফোন ব্যবহার করেন? তবে খুব সাবধান। কেন্দ্রের তরফে বিশেষ সতর্কতা জারি করা হল অ্যাপেলের ডিভাইস ব্যবহারকারীদের জন্য। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইনের তরফে অ্যাপেলের সমস্ত পণ্যের জন্য সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাপেলের মোবাইল আইফোন,ম্যাকবুকে “রিমোট কোড এক্সেকিউশন ভালনারাবিলিটি” পাওয়া গিয়েছে। সহজ কথায় বলতে গেলে, হ্যাকাররা সহজেই অ্যাপেলের মোবাইল বা ল্যাপটপ হ্যাক করে নিতে পারে। হ্যাকাররা রিমোট অ্যাক্সেস নিয়ে যেকোনও সিস্টেমে হামলা চালাতে পারে।

সিইআরটি-ইনের সতর্কতায় বলা হয়েছে, আইফোন, আইপ্যাড ব্যবহারকারীরা, যারা ১৭.৪.১ আইওএস বা আইপ্যাডওস ভার্সন ব্যবহার করেন, তাদের ফোন বা ডিভাইস সহজেই হ্যাক হয়ে যেতে পারে। আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক ছাড়াও যারা ভিশন প্রো হেডসেট ব্যবহার করেন, তাদের ডিভাইসও হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রসঙ্গত,  আইফোন এক্সএস, আইপ্য়াড প্রো ১২.৯ ইঞ্চি সেকেন্ড জেনারেশন, আইপ্যাড প্রো ১০.৫ ইঞ্চি ও আইপ্যাড প্রো ১১-র ফার্স্ট জেনারেশন, আইপ্যাড জেন ৬, আইপ্যাড মিনি ভার্সনে এই আইওএস সিস্টেম রয়েছে। এই ডিভাইসগুলিতেই রিমোট অ্যাক্সেস হ্যাকিংয়ের ঝুঁকি অনেক বেশি। যারা আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, আইপ্যাড জেন ৫, আইপ্যাড প্রো ব্যাবহার করেন, তাদের ডিভাইসও হ্য়াক হতে পারে।

সূত্রের খবর, অ্যাপেলের সিকিউরিটি সিস্টেমেই কিছু খামতি রয়েছে, যার কারণে হ্যাকাররা সহজেই মোবাইল হ্যাক করতে পারে। 

কীভাবে নিজের আইফোন বা ম্যাকবুক-কে সুরক্ষিত রাখবেন?

  • হ্যাকিং থেকে নিজের অ্যাপেলের ডিভাইসকে সুরক্ষিত রাখতে প্রথমেই অ্যাপেল আইওএস এবং আইপ্যাড-ওস ডিভাইসের সফটওয়্যার আপডেট রাখুন।
  • অ্যাপেলের সিকিউরিটি প্যাচ ব্যবহার করুন।
  • কোনও নেটওয়ার্ক কানেক্ট করার সময়, নজরে রাখুন যে সেটি যেন সুরক্ষিত হয়।
  • ওপেন বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার না করাই শ্রেয়। এতে হ্যাক হওয়ার ঝুঁকি কমে।
  • মোবাইল ও ল্যাপটপে টু ফ্যাক্টর অথেনটিকেশন রাখুন।
  • অ্যাপেল অ্যাপ স্টোরের মতো বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনও অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করবেন না।
Next Article