Fitment Factor Hike: সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, এক ধাক্কায় ৮ হাজার টাকা বাড়তে চলেছে বেতন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 19, 2022 | 8:00 AM

Fitment Factor Hike: ফিটমেন্ট ফ্যাক্টর প্রায় তিনগুণ বাড়ানোর চিন্তাভাবনা করছে কেন্দ্র। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে ক্যাবিনেট বৈঠকও হয়েছে। তবে নিশ্চিতভাবে কিছু ঘোষণা করা হয়নি।

Fitment Factor Hike: সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, এক ধাক্কায় ৮ হাজার টাকা বাড়তে চলেছে বেতন
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

নয়া দিল্লি: আপনি কি সরকারি চাকরি করেন? কেন্দ্র হোক বা সরকারি, দুই ক্ষেত্রের কর্মীদের জন্যই রয়েছে দারুণ খবর। এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন। এমনিতেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে আগামী দু-এক মাসের মধ্যে। উপরি পাওনা হিসাবে এবার বাড়তে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টরও। এর ফলে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় বেশ অনেকটাই বাড়তে চলেছে।

সপ্তম পে কমিশনের অনুমোদন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের বেতন বৃদ্ধি হয়। জুনের শেষভাগ বা জুলাইয়ের শুরুতেই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হতে পারে। এরফলে প্রায় দ্বিগুণ হতে পারে। ধরুন, আপনার বেতন ১৫ হাজার টাকা, সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে ২৫ হাজার টাকায় পৌঁছতে পারে আপনার ন্যূনতম বেতন।

সূত্রের খবর, ফিটমেন্ট ফ্যাক্টর প্রায় তিনগুণ বাড়ানোর চিন্তাভাবনা করছে কেন্দ্র। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে ক্যাবিনেট বৈঠকও হয়েছে। তবে নিশ্চিতভাবে কিছু ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়ানোর দাবি জানিয়েছিল। বর্তমানে সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরের হার ২.৫৭ শতাংশ। এই হারই ন্যূনতম ৩.৬৮ শতাংশে বাড়ানোর দাবি জানানো হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির প্রভাব সরাসরি বেতনে প্রতিফলিত হয়। যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পায়, তবে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় ৮ হাজার টাকা অবধি বাড়তে পারে। এবার কেন্দ্র সরকারী কর্মীদের এই দীর্ঘদিনের দাবি মেনে নেয় কি না, তাই-ই দেখার।

ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে যেভাবে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছেন, তা থেকে মুক্তি দেওয়ার জন্যই নির্ধারিত সময় ব্যবধানে ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানো হয়। আগামী জুলাই মাসেও ফের একবার ডিএ বাড়ার কথা রয়েছে। যদি সত্যিই ডিএ বাড়ে, তাহলে চলতি বছরে পরপর দু’বার বাড়বে মহার্ঘ ভাতা। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। এরফলে উপকৃত হন প্রায় ১.১৬ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী।

Next Article