এই মহূর্তে ১৮ মাসের বকেয়া ডিএ (DA) দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের তরফে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সংসদে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, করোনাকালের বকেয়া ডিএ-র টাকা এই মুহূর্তে দেওয়া হবে না কর্মচারীদের।
প্রসঙ্গত, করোনা অতিমারির সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ১৮ মাসের ডিএ এখনও বকেয়া রয়েছে। ২০২০ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত ডিএ ও ডিআর-র কিস্তি দেওয়া হবে না। এবার সেই ১৮ মাসের বকেয়া ডিএ কবে দেওয়া হবে তা নিয়েই দীর্ঘ জল্পনা চলছিল। এবার লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি জানিয়ে দেন বকেয়া ডিএ এক্ষুণি দেওয়া হবে না।
তিনি বলেন, “২০২০ সালে করোনা অতিমারির কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তার জেরে ২০২০-২১ অর্থবর্ষে বকেয়া ডিএ ও ডিআর ছিল। তবে তা এখন প্রদান করা হবে না। করোনা অতিমারির সময় কেন্দ্রের তরফে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছিল। তার একটা সুদূরপ্রসারী প্রভাব কেন্দ্রের রাজকোষে পড়েছে।” সংসদে প্রশ্ন করা হয় করোনাকালে সরকার যে ১৮ মাসের ডিএ ও ডিআর দেওয়া বন্ধ করেছিল কেন্দ্রের তা দেওয়ার কোনও পরিকল্পনা রয়েছে কি না। সেই প্রশ্নের উত্তরেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ওই বকেয়া ডিএ এখনই দেবে না কেন্দ্র।