EPFO Tips : সরাসরি UAN পেতে চান? জেনে নিন কীভাবে পাবেন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 24, 2022 | 11:09 PM

EPFO Tips : EPFO অ্যাকাউন্টের সবথেকে প্রয়োজনীয় বিষয় হল UAN। EPF ব্যালেন্স চেক করা থেকে শুরু করে, টাকা তোলা ও পিএফ লোনের আবেদনের জন্য এই ১২ অঙ্কের নম্বরের প্রয়োজন পড়ে।

EPFO Tips : সরাসরি UAN পেতে চান? জেনে নিন কীভাবে পাবেন
ফাইল ছবি

Follow Us

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন হল একটি সোশ্য়াল সিকিউরিটি সংস্থা। চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয় বলা যেতে পারে। সরকারের এই সংস্থার আওতায় ব্য়াঙ্ক ও পোস্ট অফিসের তুলনায় অপেক্ষাকৃত বেশি হারে সুদেও মেলে। এদিকে এই সংস্থায় অ্যাকাউন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল UAN নম্বর। একটি ১২ অঙ্কের নম্বর যা কোনও ব্যক্তির অ্যাকাউন্ট সনাক্তকরণের চাবিকাঠি। EPF ব্যালেন্স চেক করা থেকে শুরু করে, টাকা তোলা ও পিএফ লোনের আবেদনের জন্য এই ১২ অঙ্কের নম্বরের প্রয়োজন পড়ে। এবার অনলাইনেই EPFO সদস্যরা সরাসরি UAN নম্বর পেতে পারেন। এর জন্য শুধুমাত্র প্রয়োজন পড়বে আধার কার্ডের। কীভাবে করবেন বিস্তারিত জেনে নিন-

  1. ধাপ ১: EPFO ​​পোর্টালে যান – https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
  2. ধাপ ২: হোমপেজের ডানদিকে “Direct UAN Allotment by Employees” এ ক্লিক করুন
  3. ধাপ ৩: আপনার আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর দিন এবং ক্যাপচা লিখুন এবং ‘Generate OTP’এ ক্লিক করুন
  4. ধাপ ৪: আধার লিঙ্কযুক্ত মোবাইলে প্রাপ্ত OTP লিখুন এবং ‘submit’বোতামে ক্লিক করুন
  5. ধাপ ৫ : “আপনি কি কোনও বেসরকারি সংস্থা/কারখানা/প্রতিষ্ঠানে কাজ করছেন” এর জন্য ‘হ্যাঁ’ নির্বাচন করুন। যদি না নির্বাচন করা হয়, সিস্টেম আপনাকে পুনরায় হোম পেজে নিয়ে যাবে।
  6. ধাপ ৬ : ড্রপ-ডাউন তালিকা থেকে উপযুক্ত “Employment Category” নির্বাচন করুন
  7. ধাপ ৭: সিস্টেমটি ইনস্টলেশনের বিশদ বিবরণ প্রদর্শন করবে। যোগদানের তারিখ লিখুন এবং “Identity Proof Type” নির্বাচন করুন এবং নির্বাচিত “Identity Proof Type” এর কপি আপলোড করুন।
  8. ধাপ ৮: আপনার আধার বা ভার্চুয়াল আইডি এবং ক্যাপচা লিখুন এবং “Generate OTP” এ ক্লিক করুন
  9. ধাপ ৯ : আধার লিঙ্কযুক্ত মোবাইলে প্রাপ্ত ‘OTP’ লিখুন এবং জমা দিন
  10. ধাপ ১০ : সিস্টেম UIDAI থেকে বিশদ সংগ্রহ করবে। “রেজিস্টার” বোতামে ক্লিক করুন
  11. ধাপ ১১ : UAN তৈরি হয়ে যাবে
Next Article