কলকাতা: আধার কার্ড (Aadhar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পরিচয়পত্র হোক বা ঠিকানার প্রমাণ, সব কিছুর জন্যই আধার কার্ডের জুড়ি মেলা ভার। শুধু তাই নয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account) খোলা থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা পেতে আধার কার্ড বাধ্যতামূলক। সরকার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাকেও বাধ্যতামূলক করেছে। সেই কারণে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও আধার অনেকটাই অপরিহার্য। আধার কার্ডে ১২ সংখ্যার একটি বিশেষ নম্বর থাকে, ব্যক্তি বিশেষে এই নম্বর আলাদা হয়, এই কথা প্রায় সকলেরই জানা। কিন্তু এখন আমাদের আশেপাশে যেভাবে প্রতারণা বাড়ছে না তাতে কোনও কিছুরই নিশ্চয়তা নেই। কোনও ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে প্রতারকরা ভুয়ো কাজ কর্ম করছে, আবার অনেক সময় দেখা যায়, এতদিন যে আধার কার্ড আপনি ব্যবহার করছিলেন, সেটি আসলে নকল। তাই আপনার আধার কার্ড আসল না নকল তা যাচাই করে নেওয়া করা প্রয়োজন। কী ভাবে যাচাই করবেন যে আপনার কাছে থাকা আধার কার্ড আসল না নকল? জেনে নিন…
আধার কার্ড যাচাইয়ের উপায়
আপনার আধার আসল কি না তা জানতে এই কাজগুলি করতে হবে।
অন্য উপায়ে আধার যাচাই