India Pakistan Tensions: ভারতের হাতে ‘ঘা খেল’ পাকিস্তান, থরহরিকম্প শিয়ের দেশে! কীভাবে জানেন?
China Defence Stock: আক্রমণের চেষ্টা চালিয়েছিল ভারতেও। সেই সময় তারা যেমন আঘাত এনেছিল, ভারত তেমন প্রত্যাঘাতও করেছিল। কিছুটা ভারতেরও ক্ষতিই হয়েছিল। তবে সেটা অতীতের কথা। এই ভারত এখন আরও নতুন, আরও আধুনিক। তাই তার সামনে যে চিনের টেকা দায়, সেটা ভালই বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি।

নয়াদিল্লি: চিনা পণ্যে যে নেই গ্যারান্টি, সেটা আবার প্রমাণ হয়ে গেল। ভারত-পাকিস্তান সংঘর্ষে যে শুধু পাকিস্তানের ক্ষতি হয়েছে এমনটা নয়। দর্পচূর্ণ হয়েছে লাল ফৌজের দেশেরও। গোটা বিশ্বকে তারা চোখ রাঙানি দেয়, হুঁশিয়ারি দেয়। তাইওয়ানকে বলে যখন-তখন আক্রমণ করে দেবে। আক্রমণের চেষ্টা চালিয়েছিল ভারতেও। সেই সময় তারা যেমন আঘাত এনেছিল, ভারত তেমন প্রত্যাঘাতও করেছিল। কিছুটা ভারতেরও ক্ষতিই হয়েছিল। তবে সেটা অতীতের কথা। এই ভারত এখন আরও নতুন, আরও আধুনিক। তাই তার সামনে যে চিনের টেকা দায়, সেটা ভালই বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি।
ভারত-পাকিস্তানের উত্তেজনা পর্বে পড়শি দেশকে সাহায্য জুগিয়েছে তুরস্ক ও চিনা অস্ত্র। কখনও তারা তুরস্কের তৈরি ড্রোন ভারতের ছুড়েছে। কখনও আবার ছুড়েছে চিনা মিসাইল। কিন্তু দু’টিই ব্যর্থ। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্য়বস্থার সামনে টিকতে পারেনি বড় বড় বুলি কাটা চিনও। যা দেখে একাংশের দাবি, শুধুই পাকিস্তান নয়, ঘুরপথে চিনেরও দম্ভ ভেঙেছে ভারত।
Nobody looking at stock prices now? https://t.co/Bk41RJtBae pic.twitter.com/0jaIbfCsGx
— Journalist V (@OnTheNewsBeat) May 13, 2025
সম্প্রতি, পঞ্জাবের ভাটিন্ডা-সহ দেশের একাধিক সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে সুদর্শন চক্র S-400-এর আটকে দেওয়া চিনা মিসাইল। যাদের বেশির ভাগটাই PL-15 BVRAAM ও P15 মিসাইল। যা তৈরি করেছে চিনা প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা জুজৌ হংডা (Zhuzhou Hongda) । আর এই মিসাইল গুলি উদ্ধারের পরেই থরহরিকম্প শিয়ের দেশে। এক ধাক্কায় পড়েছে চিনের প্রতিরক্ষা সংস্থার শেয়ারগুলি। মাটিতে মিশিয়ে গিয়েছে এই P15 মিসাইল নির্মাতা Zhuzhou Hongdaও। চিনের স্টক এক্সচেঞ্জের প্রদত্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার এক ধাক্কায় ৬ শতাংশের উপর পড়ে গিয়েছে এই সংস্থার শেয়ারের দর।





