বেঙ্গালুরু: অবসান ঘটল একটি যুগের। ওয়ালমার্ট-মালিকানাধীন ফ্লিপকার্ট সংস্থার বোর্ড থেকে ইস্তফা দিলেন ই-কমার্স ফার্মটির সহ-প্রতিষ্ঠাতা বিনি বনসল। ষোল বছর আগে, ২০০৭ সালে বেঙ্গালুরু একটি অ্যাপার্টমেন্ট থেকে সচিন বনসলের সঙ্গে যৌথভাবে একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে, এই সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন বিনি বনসল। কয়েক বছর আগেই ফ্লিপকার্ট ছেড়েছিলেন সচিন। তিনি এখন নাভি (Navi) নামে একটি ফিনটেক সংস্থা তৈরি করেছেন। এবার সরলেন বিনি।
তবে, তিনি যে ফ্লিপকার্ট ছাড়তে চলেছেন, তার ইঙ্গিত কয়েক মাস আগেই পাওয়া গিয়েছিল। গত অগস্টেই ওয়ালমার্টের কাছে তাঁর কাছে থাকা ফ্লিপকার্টের অবশিষ্ট শেয়ার বিক্রি করে দিয়েছিলেন বিনি বনসল। তিনি একা নন, ফ্লিপকার্টের প্রথম দিকের অন্যতম লগ্নিকারী অ্যাসেল সংস্থা এবং মার্কিন সংস্থা টাইগার গ্লোবাল ম্যানেজমেন্টও একই সময়ে তাদের ফ্লিপকার্টের শেয়ার বিক্রি করেছিল ওয়ালমার্টকে। সূত্রের খবর, সংস্থার শুরু থেকেই এখনও পর্যন্ত ফ্লিপকার্টে অন্তত একশ থেকে দেড়শ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন বিনি। ইস্তফা দেওয়ার পর বিনি বনসল বলেছেন, “গত ১৬ বছরে ফ্লিপকার্ট গোষ্ঠী যে সাফল্য পেয়েছে, তার জন্য আমি গর্বিত। ফ্লিপকার্ট এখন অত্যন্ত শক্তিশালী জায়গায় রয়েছে। শক্তিশালী নেতৃত্বের হাতে রয়েছে। ভবিষ্যতেও রূপরেখাও স্পষ্ট। সংস্থা এক সক্ষম হাতে রয়েছে জেনেই আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
পাশাপাশি, তিনি ই-কমার্স স্পেসে তার নয়া স্টার্ট-আপ শুরু করেছেন। ২০১৮ সালে, ১৬০০ কোটি ডলারে ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল ওয়ালমার্ট। ওই অধিগ্রহণ চুক্তির শর্তে বলা ছিল, অন্তত পাঁচ বছর আর কোনও নতুন ই-কমার্স সংস্থা খুলতে পারবেন না বিনি বনসল। ২০২৩-এ সেই সময়সীমা শেষ হয়েছে। বিনিও শুরু করেছেন তাঁর নতুন উদ্যোগ, অপডোর (OppDoor)। এটি ই-কমার্স সংস্থাগুলিকে নকশা, পণ্য, মানবসম্পদ এবং অন্যান্য ব্যাকএন্ড বিষয়ে এন্ড-টু-এন্ড সমাধান প্রদান করে। এছাড়া, অনলইন পেমেন্ট সংস্থা ফোনপে-র বোর্ড সদস্যও বিনি।
ফ্লিপকার্ট ওয়ালমেক্স এবং ফ্লিপকার্ট বোর্ডের সদস্য অন্যতম সদস্য লে হপকিন্স বলেছেন, “এই সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন বিনি। সংস্থা তাঁর জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছে। ২০১৮ সালে ওয়ালমার্ট এই সংস্থায় বিনিয়োগ করেছিল। আমরা সৌভাগ্যবান যে, সেই সময় তিনি ফ্লিপকার্টের বোর্ডে ছিলেন। আমরা তার পরামর্শ এবং অন্তর্দৃষ্টি থেকে অনেক উপকৃত হয়েছি।” আর ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি বলেছেন, “গত কয়েক বছর ধরে বিনি যেভাবে সংস্থাকে এগিয়ে নিয়ে গিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই সময়ে ফ্লিপকার্ট গোষ্ঠী বহরে বেড়েছে। নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্রে প্রবেশ করেছে। তাঁর অন্তর্দৃষ্টি এবং গভীর ব্যবসায়িক দক্ষতা আমাদের বোর্ড এবং সংস্খার জন্য অমূল্য ছিল।”