Aadhaar Card: আধার কার্ডে ঠিকানা আপডেট করতে খরচ কত? কীভাবে করবেন তা জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 05, 2022 | 8:00 AM

Aadhaar Card: অনলাইনে কোনও ব্যক্তি আধার কার্ড আপডেট করতে পারেন। আর ঠিকানা আপডেট করতে খরচ হয় মাত্র ৫০ টাকা।

Aadhaar Card: আধার কার্ডে ঠিকানা আপডেট করতে খরচ কত? কীভাবে করবেন তা জেনে নিন
ফাইল চিত্র

Follow Us

বর্তমানে আমাদের জীবনে একটি অপরিহার্য নথিপত্র হল আধার কার্ড। ব্যাঙ্কের কোনও কাজ থেকে শুরু করে ট্রেনে সফর বা হোটেলের রুম ভাড়া নেওয়া। সব ক্ষেত্রেই দরকার পড়ে এই নথির। এছাড়াও বর্তমানে অন্যান্য নথিপত্রের সঙ্গেও আধার লিঙ্ক করা থাকে। আধার কার্ড ছাড়া যেকোনও আর্থিক কাজ করা দুর্বিসহ হয়ে ওঠে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যেকোনও সরকারি প্রকল্পে অংশ নেওয়ার ক্ষেত্রে আধারের প্রয়োজন পড়ে। প্রত্যেক নাগরিকের একটি করে আধার কার্ড থাকে। আর আধার কার্ড হোল্ডারদের প্রত্যেককে একটি করে নম্বর দেয় UIDAI।

তবে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হলেও এই কার্ড বানানোর সময় কিছু পদ্ধতিগত ত্রুটি থেকে যায়। যেমন- অনেক সময়ই আধার কার্ডে নাম ভুল থাকতে পারে। আবার ফোন নম্বর বা ঠিকানাও ভুল প্রিন্ট হয়ে আসতে পারে আধার কার্ডে। এসব ক্ষেত্রে UIDAI নিজেদের আধার কার্ড আপডেট করার অপশন দিয়ে থাকে। নিজের নাম ও ঠিকানা দিয়ে আধার কার্ড আপডেট করা খুব সহজ কাজ। UIDAI-র ওয়েবসাইট অনুযায়ী, নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি, লিঙ্গ ও জন্মতারিখ পরিবর্তন করতে পারেন নিমেষে। এর জন্য দিতে হবে মাত্র ৫০ টাকা। আর বায়োমেট্রিক আপডেট করার খরচ হল ১০০ টাকা। এর বেশি কেউ কোনও টাকা আপনার থেকে নিলে আপনি অনায়াসে অভিযোগ দায়ের করতে পারেন।

এদিকে অনলাইনেই নাম ও ঠিকানা পরিবর্তন করতে পারেন গ্রাহকরা। কিন্তু বায়োমেট্রিক আপডেটের জন্য কাছাকাছি আধার কেন্দ্রেই যেতে হবে কার্ড হোল্ডারদের। এবার নয়া নিয়ম অনুযায়ী, আধার কার্ড পাওয়ার ১০ বছর সবাইকে আধার নম্বর আপডেট করতে হবে।

অনলাইনে আধার কার্ডের ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন?

  • Aadhaar Self Service Update Portal এ যান এবং ‘Proceed to Update Address’ অপশনে ক্লিক করুন।
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, আধার নম্বর এবং ওটিপি দিয়ে লগ ইন করুন।
    ‘Proceed to Update Address’-এ ক্লিক করুন।
  • OTP দিয়ে লগ ইন করুন।
  • “Update New Address” অপশন বেছে নেওয়ার পরে নতুন ঠিকানা লিখুন।
  • এর পরে ঠিকানার প্রামাণ্য নথি হিসাবে জমা দেওয়ার জন্য নথিগুলি বেছে নিন।
  • ঠিকানা যাচাইকরণের স্ক্যান কপি আপলোড করার পরে “জমা দিন” এ ক্লিক করুন।
  • আধার আপডেটের অনুরোধ অনুমোদিত হলে একটি ১৪-সংখ্যার আপডেট অনুরোধ নম্বর তৈরি হবে।

এদিকে UIDAI-র তথ্য অনুযায়ী, নিজের জীবনে মাত্র দু’বার নিজেদের নাম পরিবর্তন করতে পারবেন কার্ড হোল্ডাররা। আর মাত্র একবার জন্মতারিখ পরিবর্তন করা যায়।

Next Article