১১ তম কিস্তির পর এবার পালা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি (PM Kisan) প্রকল্পের ১২ তম কিস্তির টাকা পাওয়ার। তবে এর জন্য করতে হত e-KYC। তার জন্য় নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। ৩১ জুলাইয়ের মধ্যে তা করে ফেলতে হত। তবে সেই ডেডলাইন ফুরিয়ে গিয়েছে, এখন কী করতে হবে তার জন্য কেন্দ্রের পরবর্তী ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।
পিএম কিষাণ ওয়েবসাইটে তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছে :
উল্লেখ্য, যদিও সরকারিভাবে e-KYC প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর কোনও ঘোষণা করা হয়নি। এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না, e-KYC প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে কী করবেন এই প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা। আপাতত এই সংক্রান্ত কেন্দ্রের পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে কৃষকদের।