Mukesh Ambani: মাসে শুধু ভাড়া বাবদই কোটি কোটি টাকা আয় করছেন মুকেশ অম্বানী!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 30, 2023 | 7:14 AM

Jio World Plaza: মুম্বইয়ের বিকেসি-তে অবস্থিত জিও ওয়ার্ল্ড প্লাজা দেশের সবথেকে বড় শপিং মল। লুই ভিটন থেকে শুরু করে ব্যালেন্সিয়াগা, ডিওর- যে লাক্সারি ব্রান্ডের নামই ভাবুন না কেন, এই শপিং মলে তার স্টোর রয়েছে। তবে রিলায়েন্সের এই বিলাসবহুল শপিং মলে দোকান খুলতে লাক্সারি ফ্যাশন ব্রান্ডগুলিকে কত টাকা ভাড়া দিতে হয় জানেন?

Mukesh Ambani: মাসে শুধু ভাড়া বাবদই কোটি কোটি টাকা আয় করছেন মুকেশ অম্বানী!
মুকেশ অম্বানী।
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: দেশের ধনীতম ব্যক্তি তো বটেই, বিশ্বেরও অন্যতম ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী (Mukesh Ambani)। তাঁর সম্পত্তির পরিমাণ ৯২ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৭.৬ লক্ষ কোটি টাকা। প্রতিদিনই ব্যবসা-বাণিজ্যের পরিধি আরও বাড়াচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। সম্প্রতিই দেশের সবথেকে বড় লাক্সারি মল খুলেছে রিলায়েন্স, নাম জিও ওয়ার্ল্ড প্লাজা (Jio World Plaza)। বিশ্বের নামী-দামি সমস্ত ব্রান্ডের দোকান রয়েছে এই শপিং মলে। শুধুমাত্র এই শপিং মল থেকেই রিলায়েন্স সংস্থা কত উপার্জন করছেন জানেন? টাকার অঙ্ক দেখলে চোখ কপালে উঠবেই।

মুম্বইয়ের বিকেসি-তে অবস্থিত জিও ওয়ার্ল্ড প্লাজা দেশের সবথেকে বড় শপিং মল। লুই ভিটন থেকে শুরু করে ব্যালেন্সিয়াগা, ডিওর- যে লাক্সারি ব্রান্ডের নামই ভাবুন না কেন, এই শপিং মলে তার স্টোর রয়েছে। তবে রিলায়েন্সের এই বিলাসবহুল শপিং মলে দোকান খুলতে লাক্সারি ফ্যাশন ব্রান্ডগুলিকে কত টাকা ভাড়া দিতে হয় জানেন?

লুই ভিটন- ফ্রান্সের লাক্সারি ফ্যাশন ব্রান্ড হল লুই ভিটন (Louis Vuitton)। ভারতের একাধিক মেট্রো শহরে লুই ভিটনের (Louis Vuitton) স্টোর রয়েছে। জিও ওয়ার্ল্ড প্লাজায় লুই ভিটন যে ৭৩৬৫ স্কোয়ার ফুটের স্টোরটি খুলেছে, তার জন্য রিলায়েন্সকে মাসিক ৪০ লক্ষ ৫০ হাজার টাকা ভাড়া দিতে হয়।

ডিওর- এলভিএমএইচ সংস্থার অধীনে যেমন লুই ভিটন রয়েছে, তেমনই আরেকটি ব্রান্ড হল ডিওর (Dior)। এই লাক্সারি ফ্যাশন ব্রান্ডের জন্য় রিলায়েন্সকে মাসিক ২১ লক্ষ ৫৬ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে।

ব্যালেন্সিয়াগা- ২০২২ সালে ইশা অম্বানীর অধীনস্থ রিলায়েন্স রিটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ব্যালেন্সিয়াগা (Balenciaga)। ভারতে এটাই প্রথম ব্যালেন্সিয়াগার স্টোর। ব্যালেন্সিয়াগাকেও রিলায়েন্সের লাক্সারি মলে স্টোর খোলার জন্য ৪০ লক্ষ টাকা ভাড়া দিতে হয়।

Next Article