Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail Network: দেশের একমাত্র এই রাজ্যেই নেই কোনও রেলপথ!

Indian Railways: প্রত্যন্ত জায়গাগুলিতেও রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। চলছে বন্দে ভারত, অমৃত ভারতের মতো দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন। আগামী কয়েক বছরের মধ্যেই দেশে ছুটবে বুলেট ট্রেনও। এত উন্নয়ন যজ্ঞের মধ্যেও দেশের অন্দরেই এমন একটি রাজ্য আছে, যেখানে এখনও রেল সংযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি।

Rail Network: দেশের একমাত্র এই রাজ্যেই নেই কোনও রেলপথ!
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jan 16, 2024 | 6:30 AM

নয়া দিল্লি: বিশ্বের অন্য়তম বৃহত্তম রেল নেটওয়ার্ক (Rail Network) ভারতের। মাকড়শার জালের মতো গোটা দেশেই ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলের নেটওয়ার্ক (Indian Railways)। প্রত্যন্ত জায়গাগুলিতেও রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। চলছে বন্দে ভারত, অমৃত ভারতের মতো দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন। আগামী কয়েক বছরের মধ্যেই দেশে ছুটবে বুলেট ট্রেনও। এত উন্নয়ন যজ্ঞের মধ্যেও দেশের অন্দরেই এমন একটি রাজ্য আছে, যেখানে এখনও রেল সংযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। সেখানে নেই কোনও রেলওয়ে স্টেশনও। কোন রাজ্য এটি, জানেন?

উত্তরটা হল সকলের পরিচিত সিকিম। পড়শি রাজ্যেই নেই কোনও রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে নেমেই পর্যটকরা সিকিমে যান। রেল না থাকলেও, তবে সড়কপথে বাকি দেশের সঙ্গে সংযুক্ত সিকিম। ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাকি দেশের সঙ্গে যুক্ত রয়েছে সিকিম।

বিগত বহু বছর ধরেই সিকিমে রেললাইন তৈরির চেষ্টা করা হলেও, মূলত অতিরিক্ত উচ্চতা ও খাড়া পাহাড়ের কারণেই এতদিন রেল নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হয়নি। রাজ্য হিসাবে সিকিমই একমাত্র স্থান, যেখানে কোনও রেলপথ নেই এখনও অবধি। তবে সেভক-রঙ্গপো রেলওয়ে লাইনের কাজ চলছে। ২০১৬ সাল থেকে এই রেলওয়ে লাইনের কাজ শুরু হয়েছে। এই রেল নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে, গ্যাংটক যাওয়া অনেক সহজ হবে।

সিকিম ছাড়া দেশের ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলেও রেল নেটওয়ার্ক নেই। এগুলি হল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা-নগর হাভেলি, দমন ও দিউ এবং লাক্ষাদ্বীপ।