Stock Market, Dividend: ডিভিডেন্ড দিচ্ছে একাধিক ইনভেস্টমেন্ট ফার্ম, মিটিংয়ে বসতে চলেছে আইটিসি, বাজাজ ও সান ফার্মার মতো সংস্থা!

Mar 28, 2025 | 12:49 AM

Stock Market News: আজ ২৭ মার্চ ডিভিডেন্ড দেবে অথাম ইনভেস্টমেন্ট, বোম্বে বর্মা ট্রেডিং কর্পোরেশন, সুন্দরম-ক্লেটন ও নাপেরল ইনভেস্ট।

Stock Market, Dividend: ডিভিডেন্ড দিচ্ছে একাধিক ইনভেস্টমেন্ট ফার্ম, মিটিংয়ে বসতে চলেছে আইটিসি, বাজাজ ও সান ফার্মার মতো সংস্থা!
Image Credit source: DALL·E/ChatGPT

Follow Us

বাজারে ওঠা-পড়া তো লেগেই রয়েছে। আর সেই ওঠা-পড়ার দিকে নজর থাকে বিনিয়োগকারীদের। তবে শুধু বাজারের ওঠা-পড়া নয়, একাধিক বিষয়ের দিকেই নজর রাখতে হয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। তাঁরা হিসাব রাখেন কখন কোন সংস্থা ডিভিডেন্ড দিচ্ছে, কখন কে বোনাস দিচ্ছে। কোন সংস্থা রাইটস ইস্যু করছে বা কাদের বোর্ড মিটিং রয়েছে কিম্বা কোন সংস্থার শেয়ার স্প্লিট করছে। কর্পোরেট ক্যালেন্ডারের দিকে নজর রাখলে কবে কোন সংস্থায় কী হচ্ছে সেই বিষয়ে জানা যায়।

আজ ২৭ মার্চ ডিভিডেন্ড দেবে অথাম ইনভেস্টমেন্ট, বোম্বে বর্মা ট্রেডিং কর্পোরেশন, সুন্দরম-ক্লেটন ও নাপেরল ইনভেস্ট। আজ ১ টাকা ডিভিডেন্ড দেবে অথাম ইনভেস্টমেন্ট। দিনের শুরুতে ১ হাজার ৫৫৩ টাকা থেকে বিকিকিনি শুরু হয় এই শেয়ারের। অথামের মার্কেট ক্যাপিটালাইজেশন ২৬ হাজার ৬১ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ২৩৬ টাকা ৪৫ পয়সা।

আজ শেয়ার প্রতি ৪ টাকা ডিভিডেন্ড দেবে বোম্বে বর্মা ট্রেডিং কর্পোরেশন। দিনের শুরুতে আজ ১ হাজার ৭২৪ টাকা থেকে বিকিকিনি শুরু হয় এই শেয়ারের। বোম্বে বর্মা ট্রেডিং কর্পোরেশনের মার্কেট ক্যাপিটালাইজেশন ১২ হাজার ৪১ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ১৫৭ টাকা ৩৯ পয়সা।

শেয়ার প্রতি ৪ টাকা ৭৫ পয়সা ডিভিডেন্ড দেবে সুন্দরম ক্লেটন। আজ বাজার খোলার সময় ২ হাজার ১১৫ টাকায় বিকিকিনি শুরু হয় এই শেয়ারের। তারপর চড়চড়িয়ে উঠে বেলা ১১টার সময় শেয়ারের দাম ২ হাজার ২০০ টাকার কাছাকাছি পৌঁছে যায়।

আজ শেয়ার প্রতি ৯ টাকা ডিভিডেন্ড দেবে নাপেরল ইনভেস্টমেন্ট। সংস্থার আজ বিকিকিনি শুরু হয় ১ হাজার ৯০ টাকা থেকে। তারপর ক্রমাগত পড়তে পড়তে দুপুর ২টো ৩০ মিনিটে সংস্থার শেয়ারের দাম গিয়ে দাঁড়ায় ৯৯৫ টাকায়।

আজ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে সান ফার্মা, আইটিসি হোটেলস, বাজাজ ইলেকট্রিক, হিন্দুজা গ্লোবাল ও খইতান কেমিক্যার। আজ বোর্ড মিটিং রয়েছে ইউনাইটেড স্পিরিট, সুন্দরম ফাইন্যান্স ও সিনেভিস্তার।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।