AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আপনার থেকে টাকা নিয়ে কী করে LIC, জানেন?

How Life Insurance Corporation Of India Earns Money, Investments: ইক্যুইটিতে প্রায় ১৬ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে ভারতের জীবন বিমা সংস্থার। এর মধ্যে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা মিলিয়ে বিনিয়োগের পরিমাণ ৬০ হাজার কোটি টাকার মতো। এলআইসি কোন কোন সংস্থায় বিনিয়োগ করে?

আপনার থেকে টাকা নিয়ে কী করে LIC, জানেন?
আপনার, আমার টাকা কী করে LIC?Image Credit: Getty Images
| Updated on: Nov 05, 2025 | 1:50 PM
Share

কিছু দিন আগেই এক আমেরিকান সংবাদ সংস্থা অভিযোগ তুলেছিল যে সরকারের প্রভাবের অধীনে এসে ভারতের জীবন বিমা নিগম বা এলআইসি নাকি আদানি গ্রুপে বিনিয়োগ করছে। যদিও তথ্য বলছে এই কথা একেবারেই অসত্য। উল্টোদিকে, একাধিক আমেরিকান সংস্থার বিনিয়োগ রয়েছে আদানির একাধিক সংস্থায়। তাহলে আদানি গ্রুপের বিভিন্ন সংস্থায় কত বিনিয়োগ রয়েছে এলআইসির? আদানি ছাড়া কোন সংস্থায় কত বিনিয়োগ করেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা?

২০২৫ সালের সেপ্টেম্বর মাসের তথ্য বলছে, আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় এলআইসির বিনিয়োগের পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকা। যা এলআইসির মোট বিনিয়োগের তুলনায় মাত্র ৪ শতাংশ। যদিও আদানি গ্রুপের একাধিক সংস্থায় বিনিয়োগ রয়েছে এলআইসির। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের ৭.৭৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে এলআইসির। জুনের আগে যা ছিল ৮.১৪ শতাংশ। এ ছাড়াও আদানি এন্টারপ্রাইজে রয়েছে ৪.১৬ শতাংশ, আদানি গ্রিন এনার্জিতে রয়েছে ১.৩ শতাংশ, আদানি এনার্জি সলিউশনে রয়েছে ৩.৪২ শতাংশ। আদানি টোটাল গ্যাসে ৬ শতাংশ, অম্বুজা সিমেন্টে ৭.৩১ শতাংশ এবং এসিসি লিমিটেডে ৯.৯৫ শতাংশ বিনিয়োগ রয়েছে এলআইসির।

তবে, এলআইসির মোট বিনিয়োগের তালিকায় উপরের দিকে কিন্তু এই সংস্থাগুলো নেই। ইক্যুইটিতে প্রায় ১৬ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে ভারতের জীবন বিমা সংস্থার। এর মধ্যে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা মিলিয়ে বিনিয়োগের পরিমাণ ৬০ হাজার কোটি টাকার মতো। এলআইসি কোন কোন সংস্থায় বিনিয়োগ করে?

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৬.৯৪ শতাংশের মালিক এলআইসি। বিনিয়োগের পরিমাণ প্রায় ১.৩৮ লক্ষ কোটি টাকা। এর ঠিক পরই রয়েছে আইটিসি লিমিটেড। আইটিসিতে এলআইসির বিনিয়োগ ৮২,৩৪২ কোটি টাকা। যা আইটিসির ১৫.৮৬ শতাংশ। এইচডিএফসি ব্যাঙ্কেও বিনিয়োগ রয়েছে এলআইসির। এই ব্যাঙ্কে ৫.৪৫ শতাংশ বা ৭২,৫০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে এলআইসির। এ ছাড়াও এসবিআইতে এলআইসির অংশীদারিত্ব ৯.৫৯ শতাংশ। টাকার বিচারে যা প্রায় ৬৮,০০০ কোটি। লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড ও ইনফোসিসেও ৬০ হাজার কোটির বেশি বিনিয়োগ রয়েছে ভারতীয় জীবন বিমা নিগমের।