AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump Coin: বাজারে এল ট্রাম্পের মুদ্রা! প্রেসিডেন্ট হওয়ার আগেই বিরাট কীর্তি রিপাবলিকান নেতার

Donald Trump Coin: আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণের আগে ক্রিপ্টো কয়েনের বাজারে ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। তৈরি করলেন নিজের নামাঙ্কিত মুদ্রা। ছাড়লেন ক্রিপ্টো মার্কেটে। এক ধাক্কায় বাড়ল সেই কয়েন বা মুদ্রার দাম। বর্তমানে ভারতীয় টাকায় একটি ট্রাম্প কয়েনের দাম প্রায় ৬ হাজার ৫০০ টাকার কাছাকাছি।

Donald Trump Coin: বাজারে এল ট্রাম্পের মুদ্রা! প্রেসিডেন্ট হওয়ার আগেই বিরাট কীর্তি রিপাবলিকান নেতার
প্রতীকী ছবিImage Credit: Pixlr Generative Image
| Updated on: Jan 19, 2025 | 3:40 PM
Share

ওয়াশিংটন: দিন পেরোলেই মার্কিন মসনদে বসবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর তার আগেই বিরাট ঘোষণা করে দিলেন আমেরিকার সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি। বাজারে ছেড়ে দিলেন তাঁর নামাঙ্কিত মুদ্রা।

ঘটনাটা ঠিক কী?

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণের আগে ক্রিপ্টো কয়েনের বাজারে ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। তৈরি করলেন নিজের নামাঙ্কিত মুদ্রা। ছাড়লেন ক্রিপ্টো মার্কেটে। এক ধাক্কায় বাড়ল সেই কয়েন বা মুদ্রার দাম। বর্তমানে ভারতীয় টাকায় একটি ট্রাম্প কয়েনের দাম প্রায় ৬ হাজার ৫০০ টাকার কাছাকাছি।

প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণের আগে কার্যত ইলন মাস্কের জুতোয় পা গলিয়ে ক্রিপ্টোর বাজারে ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ২০২৩ সালে একই কায়দায় নিজের নামাঙ্কিত একটি মিম কয়েন ক্রিপ্টো বাজারে ছেড়ে ছিলেন টেসলা কর্তা ইলন মাস্ক।

শুধু তা-ই নয়, মাঝে মধ্যে নিজের X হ্যান্ডেল থেকে ইঙ্গিতবহ পোস্ট করে ডোজ কয়েনের দরে গতি এনেছেন তিনি। সম্প্রতি, X হ্যান্ডেলে নিজের নাম বদলে দিয়েছিলেন তিনি। রেখেছিলেন, কেকিয়াস ম্যাক্সিমাস। বদলে দিয়েছিলেন প্রোফাইল পিকচারও। মূলত, ক্রিপ্টো বাজারে কেকিয়াস কয়েনের বিক্রি বাড়াতেই নাকি এমন কাণ্ড ঘটিয়েছিলেন ইলন, দাবি ক্রিপ্টো বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, আগামিকাল হোয়াইট হাউসে পা রাখতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণ করবেন রিপাবলিকান নেতা। ট্রাম্পের সেই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র। দেশজুড়ে যেন উৎসবের আমেজ। আর সেই উৎসবে কিন্তু পা মেলাতে ভুলছেন না দেশের বড় শিল্পপতি ও উদ্যোগপতিরাও।