বর্তমান সময়ে শুধুমাত্র পরিচয় পত্র হিসেবেই নয় আধার কার্ডের ব্যবহার সর্বত্র। আধার কার্ড প্রত্যেক নাগরিকের জন্য জরুরি দস্তাবেজ হয়ে উঠেছে। সমস্ত সরকারি স্কিম, ভর্তুকি ইত্যাদির সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড জরুরি। এমনকী ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। তবে আধার কার্ড নিয়ে অনেকেরই বিস্তর অভাব-অভিযোগ থাকে। কারও ক্ষেত্রে আধার কার্ড ভুল না আসে অথবা কারও ক্ষেত্রে জন্মতারিখেও থাকে ভুল। তবে এমন অনেকেই থাকেন যারা নিজেদের আধার কার্ডের ছবি নিয়ে কোনওভাবেই সন্তুষ্ট নয়। তারা সহজেই আধার কার্ডের ছবি বদলে ফেলতে পারেন। কীভাবে সহজেই আধার কার্ডের ছবি বদলে ফেলবেন, এক নজরে দেখে নেওয়া যাক…
আধার কার্ডরে ছবি কীভাবে বদলাবেন?