টিম বানিয়ে টাকা তো পান, Dream11 সংস্থা কী কী পথে রোজগার করে জানেন?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 09, 2023 | 10:03 AM

how Dream11 make money: অনেকেই, ড্রিম১১ (Dream11)-এ দল বানিয়ে রোজ উপার্জন করছেন। আবার অনেক সময় গ্যাঁটের কড়ি খোয়াও যাচ্ছে। ড্রিম১১ অ্যাপ থেকে কীভাবে টাকা রোজগার করতে হয়, তা অধিকাংশরই জানা। কিন্তু, খোদ ড্রিম১১ সংস্থা কীভাবে টাকা রোজগার করে, তা জানা আছে কি?

টিম বানিয়ে টাকা তো পান, Dream11 সংস্থা কী কী পথে রোজগার করে জানেন?
বর্তমানে ভারতের সবথেকে বড় ফ্যান্টাসি গেমিং অ্যাপ ড্রিম১১
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ক্রিকেট বিশ্বকাপ চলছে। অনেকেই, ড্রিম১১ (Dream11)-এ দল বানিয়ে রোজ উপার্জন করছেন। আবার অনেক সময় গ্যাঁটের কড়ি খোয়াও যাচ্ছে। মোদ্দা কথা ড্রিম১১ অ্যাপ থেকে কীভাবে টাকা রোজগার করতে হয়, তা অধিকাংশরই জানা। যারা জানেন না, তাদের জন্য বলি, আসন্ন ম্যাচের আগে স্কোয়াডের সকল খেলোয়াড়দের থেকে ১১ জন খেলোয়াড় নিয়ে একটি দল তৈরি করতে হয়। ম্যাচ শুরু হলে, গ্রাহকের তৈরি দলের ১১ জন খেলোয়াড় ম্যাচে কীরকম খেলে, তার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়। মানে কত রান করল, কটা উইকেট পেল, বা কটা ক্যাচ নিল ইত্যাদির জন্য পয়েন্ট দেওয়া হয়। যত বেশি পয়েন্ট তত টাকা। পাটিগণিতের সহজ হিসেব।

সে তো না-হয় হল। কিন্তু, খোদ ড্রিম১১ সংস্থা কীভাবে টাকা রোজগার করে, তা জানা আছে কি? কীভাবে এত কম সময়ের মধ্যে ড্রিম১১ এত সফল এক সংস্থায় পরিণত হল? না কোনও ম্যাজিক নয়, এর পিছনে ছিল হর্ষ জৈন এবং ভাবিত শেঠ নামে দুই ক্রীড়া উৎসাহীর দূরদৃষ্টি। তাঁরা দেখেছিলেন, ভারতে ক্রিকেটের জনপ্রিয়তায় কোনও ভাটা নেই। কিন্তু, এমন কোনও প্ল্যাটফর্ম নেই, যেখানে খেলাভক্তরা তাদের প্রিয় খেলাগুলি সম্পর্কে তাদেরও মতামত দিতে পারবে। আরও বেশি করে জড়িয়ে পড়তে পারবে। আর সেই প্ল্যাটফর্ম হিসেবেই ২০০৮ সালে তাঁরা তৈরি করেছিলেন ড্রিম১১। প্রথম কয়েক বছর অবশ্য বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল হর্ষ এবং ভাবিতকে। ফ্যান্টাসি স্পোর্টস কী, ভারতীয়রা সেভাবে জানত না। ছিল অনেক আইনি বাধাও। তবে, সেসব কাটিয়ে, বর্তমানে এটিই ভারতের সবচেয়ে বড় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম। ২০২২-২৩ অর্থবর্ষে তাদের মোট আয় ৫০ শতাংশেরও বেশি বেড়ে ৪,০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে!

ড্রিম১১ বিভিন্ন পথে আয় করে। কী কী জেনে নেওয়া যাক –

কনটেস্ট এন্ট্রি ফি: গ্রাহকরা, অর্থাৎ, অ্যাপ ইউজারদের ড্রিম১১-এর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি এন্ট্রি ফি দিতে হয়। সংস্থা এই ফিয়ের একটি অংশ সংস্থার আয়ের খাতায় যায়।

বিজ্ঞাপন এবং স্পনসরশিপ: বিভিন্ন ব্র্যান্ড এবং ক্রীড়া সংস্থার বিজ্ঞাপন এবং স্পনসরশিপ থেকে বিপুল আয় করে ড্রিম১১।

প্রিমিয়াম সাবস্ক্রিপশন: ড্রিম১১ অ্যাপে ড্রিম১১ প্রো (Dream11 Pro) নামে একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান আছে। এই প্ল্যান নিলে গ্রাহক বা ইউজাররা বিশেষজ্ঞের পরামর্শ, উন্নত মানের বিশ্লেষণ এবং গ্রাহক সহায়তায় অগ্রাধিকারের মতো বেশ কয়েকটি বিশেষ সুবিধা পান। গ্রাহকদের এই সাবস্ক্রিপশনের জন্য একটি মাসিক অথবা বার্ষিক ফি দিতে হয়। সংস্থার আয়ে বড় অবদান থাকে এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফির।

Next Article