AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১ জুন থেকেই বড় বদল, কড়কড়ে ২৫ হাজার টাকার জরিমানা গুনতে না চাইলে এই নিয়ম জানুন

Driving Rules Change: ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি দূষণ রোধেও কড়া হচ্ছে নিয়ম। আগামী ১ জুন থেকে ৯ লক্ষের বেশি সরকারি বাস ও গাড়িও বাতিল করা হচ্ছে। রাস্তায় আর দেখা যাবে না পুরনো বাস।

১ জুন থেকেই বড় বদল, কড়কড়ে ২৫ হাজার টাকার জরিমানা গুনতে না চাইলে এই নিয়ম জানুন
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: May 29, 2024 | 10:49 AM

নয়া দিল্লি: দেখতে দেখতেই শেষের পথে আরও একটা মাস। চলে এসেছে জুন মাস। ব্যাঙ্ক থেকে শুরু করে আধার, প্যান কিংবা রান্নার গ্যাসের দাম, প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়ম পরিবর্তন হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। জুন মাস থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। এই নিয়মের পরিবর্তন সম্পর্কে যদি জানা না থাকে, তবে চরম সমস্যায় পড়বেন আপনি। তাই মাস শুরুর আগেই জেনে নেওয়া যাক কী কী পরিবর্তন আসতে চলেছে-

ড্রাইভিং লাইসেন্সের নিয়ম বদল-

সড়ক পরিবহন ও হাইওয়েজ মন্ত্রকের তরফে সম্প্রতিই ড্রাইভিং লাইসেন্সের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১ জুন থেকে আর সরকারি আরটিও-তে লাইসেন্সের জন্য ড্রাইভিং পরীক্ষা দিতে হবে না। প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলিতেই এবার ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। লাইসেন্সের জন্য সার্টিফিকেটও দেওয়া হবে এই সেন্টারগুলি থেকেই।

গাড়ি নিয়ে যদি রেষারেষি করেন, তবে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। তবে কোনও নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে, তবে সেক্ষেত্রে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে এবং অভিযুক্তকে ২৫ বছর বয়স পর্যন্ত লাইসেন্স দেওয়া হবে না।

ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি দূষণ রোধেও কড়া হচ্ছে নিয়ম। আগামী ১ জুন থেকে ৯ লক্ষের বেশি সরকারি বাস ও গাড়িও বাতিল করা হচ্ছে।