নয়া দিল্লি: পেট্রোল-ডিজেল থেকে শুরু করে এলপিজি। মূল্যবৃদ্ধির ঠেলায় জেরবার সাধারণ মানুষ। কিন্তু, এরই মধ্যে দিপাবলীর মরশুমে মিলল সুখবর। দাম কমছে ভোজ্য তেলের। আদানি উইলমার, রুচি সোয়া থেকে শুরু করে একাধিক তেল সংস্থা তাদের পাইকারি দাম কমিয়েছে। লিটার প্রতি ৪ থেকে ৭ টাকা করে দাম কমিয়েছে।
এর আগেও ভোজ্য তেলের দাম কমাতে পদক্ষেপ করেছিল কেন্দ্র। গত ৩১ অক্টোবর পাম তেলের দাম কেজি প্রতি ১৬৯.৬ টাকা থেকে কমিয়ে ১৩২.৯৮ টাকা করা হয়। সোয়া তেলেরও দাম কমানো হয়েছিল কিছুটা। তবে সরষের তেল, বাদাম তেল ও সূর্যমূখী তেলের দাম অপরিবর্তিতই ছিল। উত্সবের মরশুমে সেই তেলগুলির দামও এবার কমানোর ঘোষণা করল সংস্থাগুলি।
গত মাসের শেষের দিকে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে এই বিষয়ে একটি বৈঠক হয়। রাজ্যগুলিকে ভোজ্য তেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা নির্ধারিত করে দিতে বলে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করে কেন্দ্র। সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়াতেই ভারতের বাজারেও তার প্রভাব পড়ছে।
শুধু ভোজ্য তেলই নয়,পেট্রোল ও ডিজেলের দামও উৎসবের মরশুমে কমিয়ে সুখবর দিয়েছে কেন্দ্র। মূল্যবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। অবশেষে দিপাবলীর সন্ধেয় সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। আগামিকাল, বৃহস্পতিবার থেকেই কমছে জ্বালানি তেলের দাম। একধাক্কায় অনেকটাই শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমাল মোদী সরকার।
শুল্ক কমানোয় স্বাভাবিকভাবেই কমবে তেলের দাম। সূত্রের খবর, বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হতে চলেছে নতুন দাম। এই সিদ্ধান্তে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের। গত কয়েক দিনে পরপর দাম বাড়ায় ১০০ পার করে ফেলেছিল পেট্রোল ও ডিজেলের দাম। দেশের প্রায় সব শহরেই ১১০ পেরিয়েছে এক লিটার পেট্রোলের দাম আর ডিজেলের দাম লিটার প্রতি ১০০ পার করেছে। তাই মধ্যবিত্তের কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। মূল্যবৃদ্ধিতে জেরবার দেশবাসীর জন্য কার্যত দিপাবলীর উপহার দিল মোদী সরকার।
আরও পড়ুন : Corona Situation: বাঁধ মানছে না করোনা সংক্রমণ! গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ১৪ জন, কলকাতাতেই ৪