দেশে কবে কোথায় আর কে স্থাপন করবে ২২ হাজার ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন,পেট্রোলিয়াম মন্ত্রী জানালেন….

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Nov 10, 2021 | 4:04 PM

কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum & Natural Gas) গত মাসে বেশকিছু নিয়ম পরিবর্তন করেছে। পেট্রোল পাম্প মালিকদের পেট্রোল আর ডিজেল বিক্রি শুরু করার আগেই ইভি চার্জিং স্টেশন (EV Charging Stations) আর সিএনজি আউটলেট (CNG Outlet) তৈরি করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে।

দেশে কবে কোথায় আর কে স্থাপন করবে ২২ হাজার ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন,পেট্রোলিয়াম মন্ত্রী জানালেন....
ফাইল চিত্র

Follow Us

পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর বক্তব্য দেশেরর সরকারি পেট্রোলিয়াম কোম্পানি HPC, BPCL এবং IOCL দেশে ২২ হাজার ইলেকট্রিক্যাল ভেহিক্যাল চার্জিং স্টেশন স্থাপন করবে। তিনি জানিয়েছেন, বিপিসিএল দেশে ৭০০০ ইভি চার্জিং স্টেশন তৈরি করবে। অন্যদিকে এইচপিসিএল ৫০০০ এবং আইওসিএল ১০,০০০ ইভি চার্জিং স্টেশন তৈরি করবে। আপনাদের জানিয়ে দিই রাস্তার পাশাপাশি বাজারেও চার্জিং পয়েন্ট লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। পেট্রোল পাম্পগুলিকেও নিজেদের ক্যাম্পাসে ইভি চার্জিং সুবিধা তৈরি করার পারমিশন দেওয়া হয়েছে।

সরকার ২০৩০ পর্যন্ত ৩০ শতাংশ প্রাইভেট গাড়ি, জন্য ৭০ শতাংশ বানিজ্যিক গাড়ি, ৪০ শতাংশ বাস এবং ৮০ শতাংশ দু চাকা এবং তিন চাকার বাহন বিক্রির আশা করছে। এই গাড়িগুলির চার্জিংয়ের জন্য সোলার এবং বায়োমাসের মতো বিকল্পের উপর কাজ করা হচ্ছে। ভারত ১৪৫ গিগাবাইট নিয়ে বিশ্বের চতুর্থ সবচেয়ে বজড অক্ষয় শক্তির ক্ষমতা রাখে। সোলার পিবি সেল, বাড়ি, মল, পার্কিংস্থল আর অফিসে প্যানেল সিস্টেমের মাধ্যমে ঘরোয়া ইভি চার্জিং ইভিএসকে বেশি সস্তা করবে।

সরকার করেছে বড় ঘোষণা

কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum & Natural Gas) গত মাসে বেশকিছু নিয়ম পরিবর্তন করেছে। পেট্রোল পাম্প মালিকদের পেট্রোল আর ডিজেল বিক্রি শুরু করার আগেই ইভি চার্জিং স্টেশন (EV Charging Stations) আর সিএনজি আউটলেট (CNG Outlet) তৈরি করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয়ের ৮ নভেম্বর ২০১৯ এ দেওয়া আদেশের স্পষ্টীকরণে জানিয়েছে, নতুন সংস্থাগুলি দ্বারা পেট্রোল পাম্প তৈরি করার মাপদণ্ডে ছাড় দেওয়া হয়েছে।

এই আদেশে পেট্রোল পাম্পগুলির জন্য একটি নতুন বিকল্প ইন্ধন যেমন সিএনজি, এলএনজি বা পেট্রোল আর ডিজেলের খুচরো বিক্রির পাশাপাশি ইলেকট্রি বাহন চার্জিং পয়েন্ট তৈরি করার বিধান দেওয়া হয়েছে। ভারতে বর্তমানে যে ইলেকট্রিক গাড়ি বিক্রি হচ্ছে, সেগুলির জন্য ভারত ডিসি আর ভারত এসি চার্জার সক্ষম। অর্থাৎ ৭০ হাজার থেকে শুরু করে ২.৫ লাখ টাকা খরচে এমন চার্জিং স্টেশন তৈরি করা যেতে পারে। যদি আপনি ভবিষ্যতে বেশি রোজগার করতে চান আর বাস, ট্রাকের মতো ভাড়ি বাহন চার্জ করতে হয় তাহলে সিসিএস বা ক্যাজেমো চার্জার লাগাতে হবে।

ভারতে এখন ৫০ কিলোবাইটের উপর ব্যাটারির ইলেক্ট্রিক গাড়ি তৈরি চালু হয়নি। এই কারণে হেভি চার্জিং স্টেশনের এখন প্রয়োজন নেই। বিদ্যুতের কানেকশন নিতে আর ট্রান্সফর্মার লাগাতে মোট ৭ লাখ টাকা খরচা পড়বে। এছাড়া চার্জিং স্টেশনের ইনফাস্ট্রাকচার তৈরি করতে ৩ লাখ টাকা খরচা হতে পারে।

আরও পড়ুন: Gold Price Today: লাগাতার তিনদিন ধরে কমছে সোনার দাম, জানুন আজকে ১০ গ্রামের দাম কত

Next Article