AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elon Musk: শূন্য গুনতে গুনতে হাঁফিয়ে যাবেন! কত টাকা বেতন পাবেন ইলন মাস্ক?

Elon Musk Pay Package: এতদিন তিনি টেসলা থেকে কোনও বেতন নিতেন না। শেয়ারই ছিল তাঁর বেতন। এবার টেসলার বার্ষিক মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হল যে ইলন মাস্ক এবার এই বিপুল বেতন পেতে চলেছেন। সংস্থার সমস্ত শেয়ারহোল্ডারদের মধ্যে ৭৫ শতাংশই এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।  

Elon Musk: শূন্য গুনতে গুনতে হাঁফিয়ে যাবেন! কত টাকা বেতন পাবেন ইলন মাস্ক?
ফাইল চিত্র।
| Updated on: Nov 07, 2025 | 2:37 PM
Share

ক্যালিফোর্নিয়া: রোবটের সঙ্গে নাচছেন ইলন মাস্ক। আর নাচবেন না-ই বা কেন, তাঁর বেতন কত হচ্ছে জানেন? ১ ট্রিলিয়ন ডলার! টেসলার শেয়ারহোল্ডাররা বৃহস্পতিবার জানাল যে সংস্থার সিইও ইলন মাস্কের বেতনের প্যাকেজ হতে চলেছে ১ ট্রিলিয়ন ডলার।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সের দৌলতে টেসলা প্রযুক্তিগত বিপ্লব ঘটাচ্ছে। এই সংস্থারই শীর্ষে ইলন মাস্ক। এতদিন তিনি টেসলা থেকে কোনও বেতন নিতেন না। শেয়ারই ছিল তাঁর বেতন। এবার টেসলার বার্ষিক মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হল যে ইলন মাস্ক এবার এই বিপুল বেতন পেতে চলেছেন। সংস্থার সমস্ত শেয়ারহোল্ডারদের মধ্যে ৭৫ শতাংশই এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।

ইলন মাস্কও এই সিদ্ধান্তে খুশি হয়ে বলেন, “শেয়ারহোল্ডারের ভোটিংয়ে আমায় যারা সমর্থন করেছেন, তাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই”। ভোট শেষে ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলার পে-প্যাকেজ ঘোষণার পরই সকলে কার্যত মাস্কের নামে জয়ধ্বনি দেন।

এই বিপুল অর্থ দেওয়ার পিছনেও কিন্তু এক বিশেষ কারণ রয়েছে। অন্তত আরও সাড়ে সাত বছর যাতে টেসলা সংস্থাতেই থাকেন, তার জন্য এই বিপুল প্য়াকেজের ঘোষণা। টেসলায় ইলন মাস্কের শেয়ারও প্রায় ২৫ শতাংশের বেশি হবে এবার থেকে।  নিজের সংস্থা টেসলার বৃদ্ধি নিয়ে একাধিক পরিকল্পনা থাকলেও, ইলন মাস্ক সম্প্রতিই ইঙ্গিত দিয়েছিলেন যে কোম্পানিতে তাঁর শেয়ার না বাড়ালে টেসলার দায়িত্ব তিনি ছাড়তে পারেন বা মালিকানা থেকে সরে আসতে পারেন। মাস্ক চান, তাঁর হাতে এতটা শেয়ার থাকুক, যাতে কোম্পানিতে তাঁর কতৃর্ত্ব বজায় থাকে। টেসলার ভবিষ্যতের জন্য তাঁর কোনও পরিকল্পনা থাকলে, তা বাস্তবায়নে কোনও সমস্যা না হয়।

সংস্থার কর্তা রবিন ডেনহম-ও শেয়ার হোল্ডার মিটিংয়ে অনুরোধ করেছেন যে টেসলার ভবিষ্যতের জন্য ইলন মাস্ককে প্রয়োজন। মাস্ক সংস্থা ছাড়লে টেসলার স্টকেও বিপুল পতন হতে পারে।

২০১৮ সালেও ইলন মাস্কের পে প্যাকেজ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। সেই সময় ইলন মাস্কের ৫৫.৮ বিলিয়ন ডলারের প্যাকেজেই সমর্থন জানিয়েছিলেন। এবার সেই পে প্য়াকেজ বা বেতন বেড়ে ১ ট্রিলিয়ন ডলার হতে চলল।

বর্তমানে ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারের বেশি। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তিনিই।