Elon Musk Starlink: ৩৩ হাজার টাকার স্টারলিঙ্ক ইন্টারনেট মিলবে বিনামূল্যে, কীভাবে জানেন?
Elon Musk Starlink: এএআই-র একটি প্রতিবেদন তরফে জানা গিয়েছে, ভারতে প্রতি বাড়িতে স্টারলিঙ্কের বিশেষ যন্ত্র বসাতে খরচ পড়বে ৩৩ হাজার টাকা। আর মাসে মাসে এই পরিষেবা পাওয়ার জন্য দিতে হবে ৩ হাজার টাকা।

নয়াদিল্লি: দিন তিনেক আগেই কেন্দ্রের থেকে ছাড়পত্র পেয়েছে ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিঙ্ক। আরও দুই প্রতিদ্বন্দ্বী যথাক্রমে ইউটেলস্যাটস ওয়ানওয়েব ও রিলায়েন্স জিও-র সঙ্গেই ভারত সরকারের থেকে দেশে ইন্টারনেট পরিষেবা শুরু করার জন্য অনুমোদন পেয়েছে ইলন মাস্কের এই সংস্থা।
ছাড়পত্র তো মিলেছে কিন্তু কবে থেকে শুরু হবে এই পরিষেবা? সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আসন্ন মাস দুয়েকের মধ্যে ভারতে ইন্টারনেট প্রদান শুরু করে দেবে স্টারলিঙ্ক। কিন্তু এই কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা গ্রহণে কত গ্যাঁটের কড়ি খসবে গ্রাহকদের?
এএআই-র একটি প্রতিবেদন তরফে জানা গিয়েছে, ভারতে প্রতি বাড়িতে স্টারলিঙ্কের বিশেষ যন্ত্র বসাতে খরচ পড়বে ৩৩ হাজার টাকা। আর মাসে মাসে এই পরিষেবা পাওয়ার জন্য দিতে হবে ৩ হাজার টাকা। কিন্তু এত টাকা দিয়ে ইন্টারনেট বসানো অনেকের জন্য় অসম্ভব। তাদের কথাও সাময়িক ভেবেছে স্টারলিঙ্ক।
দিয়েছে বিনামূল্যে ইলনের সংস্থার ইন্টারনেট পরিষেবা গ্রহণ করার সুযোগ। মিন্টের একটি প্রতিবেদন অনুযায়ী, যারা স্টারলিঙ্ক পরিষেবা গ্রহণে আগ্রহী, তাদেরকে প্রথম মাসের জন্য কোনও টাকাই দিতে হবে না। বিনামূল্যেই প্রথম মাসে ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবে তারা। দ্বিতীয় মাস শুরু হবে রিচার্জ।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে ভারতে প্রবেশের পথ খুঁজছে স্টারলিঙ্ক। যা জোরদার হয়েছে ২০২৫ সালে। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই সেই স্টারলিঙ্কককেই চালু করতে উদ্যত্ত হয়েছে কেন্দ্র সরকার। সেই ভিত্তিতে কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত এই ইন্টারনেট পরিষেবা যাতে জাতীয় নিরাপত্তাকে প্রশ্ন চিহ্নের মুখে না ফেলে তাই আগেভাগেই ইলন মাস্কের স্টারলিঙ্কের জন্য একটি নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

