Elon Musk-Twitter: টুইটারের একটা ভুলে হাতছাড়া হল ৪ হাজার ৪০০ কোটি ডলার, চরম পদক্ষেপ ইলন মাস্কের!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 09, 2022 | 7:31 AM

Elon Musk-Twitter: টুইটার সংস্থাকে পাঠানো আইনি নোটিসে ইলন মাস্কের আইনজীবীরা জানিয়েছেন, টুইটার সংস্থাকে কিনে নেওয়ার চুক্তি চূড়ান্ত করার জন্য ইলন মাস্ক টুইটার প্ল্যাটফর্মের ফেক বা স্প্যাম অ্যাকাউন্ট সম্পর্কে যে তথ্য জানতে চেয়েছিলেন, তা জানাতে ব্যর্থ হয়েছে টুইটার।

Elon Musk-Twitter: টুইটারের একটা ভুলে হাতছাড়া হল ৪ হাজার ৪০০ কোটি ডলার, চরম পদক্ষেপ ইলন মাস্কের!
ফাইল চিত্র

Follow Us

সান ফ্রান্সিসকো: বিশ বাঁও জলে টুইটার চুক্তি। রাতারাতি টুইটার (Twitter) কেনার চুক্তি থেকে সরে দাঁড়ালেন টেসলা কর্তা ইলন মাস্ক (Elon Musk)। শুক্রবারই ইলন মাস্ক জানান, টুইটার সংস্থার কাছে যে বিষয়গুলি নিয়ে জানতে চেয়েছিলেন তিনি, তা জানাতে ব্যর্থ হয়েছে টুইটার। সেই কারণেই তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তি থেকে বেরিয়ে আসছেন। ইলন মাস্কের সংস্থার তরফে জানানো হয়েছে, তিনি টুইটারের ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন। সেই তথ্য জানাতে পারেনি টুইটার। এদিকে, ইলন মাস্কের টুইটার চুক্তি থেকে সরে আসার ঘোষণা হতেই টুইটারের শেয়ারে ব্যাপক পতন হয়েছে। প্রায় ৭ শতাংশ পতন হয়েছে সংস্থার শেয়ার দরে।

টুইটার সংস্থাকে পাঠানো আইনি নোটিসে ইলন মাস্কের আইনজীবীরা জানিয়েছেন, টুইটার সংস্থাকে কিনে নেওয়ার চুক্তি চূড়ান্ত করার জন্য ইলন মাস্ক টুইটার প্ল্যাটফর্মের ফেক বা স্প্যাম অ্যাকাউন্ট সম্পর্কে যে তথ্য জানতে চেয়েছিলেন, তা জানাতে ব্যর্থ হয়েছে টুইটার। সংস্থার ব্যবসায়িক দক্ষতা বা আয়ের জন্য এই তথ্য অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। চুক্তির একাধিক শর্ত অমান্য করেছে টুইটার এবং একাধিক ভুয়ো তথ্যও পেশ করেছে, যে ফাঁদে পা দিয়ে ইলন মাস্ক টুইটার সংস্থাকে বিপুল অর্থে কিনে নেওয়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসেই টুইটার সংস্থাকে ৪ হাজার ৪০০ কোটি টাকার বিনিময়ে কিনে নেওয়ার সিদ্ধান্ত নেন টেসলা ও স্পেস এক্স সংস্থার কর্ণধার ইলন মাস্ক। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি সেই চুক্তিতে স্থগিতাদেশ জারি করেন। সেই সময় তিনি জানান যে,টুইটারের স্প্যাম বট অ্যাকাউন্টের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা প্রয়োজন। টুইটারের মোট ব্যবহারকারীর ৫ শতাংশেরও কম স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে, এই তথ্য প্রমাণ করতে পারলে, তবেই টুইটার কেনার চুক্তি এগোনো হবে।

জানা গিয়েছে, যদি ইলন মাস্ক টুইটারের চুক্তি থেকে বেরিয়ে আসতে চান, তবে তাঁকে ১০০ কোটি ডলার জরিমানা দিতে হবে। এদিকে, টুইটার সংস্থার তরফে জানানো হয়েছে, তারা এত সহজে ইলন মাস্ককে ছাড়বেন না। মার্জার চুক্তি নিয়ে এবার তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

Next Article