AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Starlink: সব ছাড়পত্র পেয়ে গেল, ভারতে এবার রকেটের স্পিডে ইন্টারনেট দেবে Starlink, কত খরচ পড়বে?

Starlink in India: গত মাসেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র পেলেও, মিলছিল না ভারতের মহাকাশ নিয়ামক সংস্থার সবুজ সঙ্কেত। বুধবার সেই ছাড়পত্র মিলতেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়।

Starlink: সব ছাড়পত্র পেয়ে গেল, ভারতে এবার রকেটের স্পিডে ইন্টারনেট দেবে Starlink, কত খরচ পড়বে?
ফাইল চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jul 10, 2025 | 7:15 AM
Share

নয়া দিল্লি: অবশেষে মিলল ছাড়পত্র। ভারতে আসছে স্টারলিঙ্ক। ইলন মাস্কের এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বদলে দিতে পারে দেশের পথচলা। দীর্ঘদিন ধরেই জল্পনা থাকলেও, নানা নীতি, ছাড়পত্রের কারণে তা আটকে ছিল। অবশেষে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্য়ান্ড অথারাইজেশন সেন্টারও স্টারলিঙ্ককে ছাড়পত্র দিয়ে দিল। এবার ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালু করতে আর কোনও বাধা থাকবে না।

গত মাসেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র পেলেও, মিলছিল না ভারতের মহাকাশ নিয়ামক সংস্থার সবুজ সঙ্কেত। বুধবার সেই ছাড়পত্র মিলতেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। বর্তমানে স্টারলিঙ্ক ভারতের তৃতীয় স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী হল। এর আগে ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিয়োর স্যাটকম এই লাইসেন্স পেয়েছে। তবে প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে স্টারলিঙ্ক কারণ ৭০টিরও বেশি দেশে বর্তমানে এই স্য়াটেলাইট ইন্টারনেটের উপস্থিতি রয়েছে।

অনুমতি মেলায় এবার স্টারলিঙ্ক ভারতে তাদের পরিকাঠামো তৈরি করা শুরু করবে। সরকারের কাছ থেকে কিনবে স্পেকট্রাম। ইলন মাস্কের সংস্থার তরফে এখনও ভারতে পরিষেবা শুরু করার কোনও নির্দিষ্ট দিন ঘোষণা না করা হলেও, শোনা যাচ্ছে দুই মাসের মধ্য়েই পরিষেবা চালু হতে পারে।

কত খরচ হবে?

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেটের মাসিক খরচ ৩ হাজার টাকা হতে পারে। প্রথমবার কিনতে হবে হার্ডওয়্যার কিট, যার মধ্য়ে স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার রয়েছে। এর জন্য খরচ পড়তে পারে ৩৩ হাজার টাকা।