EPFO Account: বাড়িতে বসেই এবার EPFO অ্যাকাউন্টের UAN নম্বর অ্য়াক্টিভেট করে নিন এই পদ্ধতিতে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 09, 2023 | 7:22 AM

UAN Number: ইউএএন নম্বর একবারই তৈরি হয়। চাকরি বদল করলেও ইউএএন নম্বর বদলে যায় না। তবে অনেক সময়ই বহু চাকরিজীবীর কোনও সমস্যার কারণে ইউএএন নম্বর তৈরি হয় না। এক্ষেত্রে গ্রাহকরা চাইলে নিজেই ইউএএ নম্বর অ্যাক্টিভেট করে নিতে পারবেন।

EPFO Account: বাড়িতে বসেই এবার EPFO অ্যাকাউন্টের UAN নম্বর অ্য়াক্টিভেট করে নিন এই পদ্ধতিতে
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আপনি যদি চাকরিজীবী হন, তবে আপনার অবশ্যই ইপিএফও অ্যাকাউন্ট (EPFO Account) রয়েছে। কর্মজীবনের শেষে ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্যই তৈরি করা হয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund)। চাকরিজীবীদের বেতন থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্ক ইপিএফও অ্যাকাউন্টে জমা পড়ে। যে সংস্থায় কর্মরত, সেই সংস্থার তরফেও একই হারে টাকা জমা দেওয়া হয় ওই ইপিএফও অ্যাকাউন্টে। অবসরের পরে বা প্রয়োজন পড়লে চাকরি করা অবস্থাতেই আপনি ইপিএফও অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। ইপিএফও অ্যাকাউন্টের ক্ষেত্রে  সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউএএন (UAN) নম্বর। নতুন চাকরিতে যোগ দেওয়া হোক বা চাকরি বদল, ইপিএফও অ্যাকাউন্টের জন্য প্রয়োজন পড়ে ইউএএন নম্বর। এই ইউএএন নম্বর একবারই তৈরি হয়। চাকরি বদল করলেও ইউএএন নম্বর বদলে যায় না। তবে অনেক সময়ই বহু চাকরিজীবীর কোনও সমস্যার কারণে ইউএএন নম্বর তৈরি হয় না। এক্ষেত্রে গ্রাহকরা চাইলে নিজেই ইউএএ নম্বর অ্যাক্টিভেট করে নিতে পারবেন। কীভাবে বাড়িতে বসেই ইউএএন নম্বর অ্যাক্টিভেট বা জেনারেট করবেন, জেনে নিন।

কীভাবে ইউএএন নম্বর তৈরি করবেন?

  • প্রথমে আপনাকে ইপিএফও (EPFO)-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এবার এমপ্লয়িজ অপশনে ক্লিক করুন।
  • এবার সার্ভিস অপশনে গিয়ে মেম্বার ইউএএন বা অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করুন।
  • এরপরে এমপ্লয়িজ সেকশনে ইউএএন অ্যালোটমেন্টে গিয়ে ক্লিক করুন।
  • এবার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি বসাতে হবে এবং মোবাইলে আসা কোড বসাতে হবে।
  • এই পদ্ধতি অনুসরণ করলেই আপনার ইউএএন নম্বর তৈরি হয়ে যাবে।

কীভাবে ইউএএন নম্বর অ্যাক্টিভেট করবেন?

  • প্রথমেই ইপিএফও-র ওয়েবসাইটে যেতে হবে এবং সার্ভিস ফর এমপ্লয়িজ অপশনে ক্লিক করতে হবে।
  • এবার ইউএওন অনলাইন সার্ভিস অপশনে গিয়ে ‘অ্য়াক্টিভেট ইওর ইউএএন’ অপশনে ক্লিক করতে হবে।
  • এবার নিজের ব্যক্তিগত ডিটেইল দিয়ে কোড বসাতে হবে।
  • এরপরে গেট অথারাইজেশন পিন অপশনে ক্লিক করুন।
  • এবার ফোনে একটি ওটিপি আসবে। এই নম্বরটি দিয়ে ‘আই অ্যাগ্রি’ অপশনে ক্লিক করুন।
  • এই অপশনে ক্লিক করলেই আপনার ইউএএন নম্বর অ্যাক্টিভেট হয়ে যাবে।
Next Article