নয়া দিল্লি: আপনি যদি চাকরিজীবী হন, তবে আপনার অবশ্যই ইপিএফও অ্যাকাউন্ট (EPFO Account) রয়েছে। কর্মজীবনের শেষে ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্যই তৈরি করা হয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund)। চাকরিজীবীদের বেতন থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্ক ইপিএফও অ্যাকাউন্টে জমা পড়ে। যে সংস্থায় কর্মরত, সেই সংস্থার তরফেও একই হারে টাকা জমা দেওয়া হয় ওই ইপিএফও অ্যাকাউন্টে। অবসরের পরে বা প্রয়োজন পড়লে চাকরি করা অবস্থাতেই আপনি ইপিএফও অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। ইপিএফও অ্যাকাউন্টের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউএএন (UAN) নম্বর। নতুন চাকরিতে যোগ দেওয়া হোক বা চাকরি বদল, ইপিএফও অ্যাকাউন্টের জন্য প্রয়োজন পড়ে ইউএএন নম্বর। এই ইউএএন নম্বর একবারই তৈরি হয়। চাকরি বদল করলেও ইউএএন নম্বর বদলে যায় না। তবে অনেক সময়ই বহু চাকরিজীবীর কোনও সমস্যার কারণে ইউএএন নম্বর তৈরি হয় না। এক্ষেত্রে গ্রাহকরা চাইলে নিজেই ইউএএ নম্বর অ্যাক্টিভেট করে নিতে পারবেন। কীভাবে বাড়িতে বসেই ইউএএন নম্বর অ্যাক্টিভেট বা জেনারেট করবেন, জেনে নিন।