BIG BREAKING: চাকুরিজীবীদের জন্য দারুণ খবর, EPFO-এ বাড়ল সুদের হার

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 10, 2024 | 12:42 PM

EPFO: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফও-এ সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হল।

BIG BREAKING: চাকুরিজীবীদের জন্য দারুণ খবর, EPFO-এ বাড়ল সুদের হার
ফাইল চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: নতুন বছরে বিরাট বড় খবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Employees Provident Fund) সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফও(EPFO)-এ সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হল। ফলে এবার থেকে পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে অতিরিক্ত টাকা। বর্তমানে পিএফে সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য় এই সুদ ধার্য করা হয়েছিল। এবার পিএফে সুদের হার আরও বাড়ল।

পিটিআই সূত্রে খবর, এ দিন সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টের তরফে ইপিএফও-র ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.২৫ শতাংশ বাড়ানো হল। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৬ কোটিরও বেশি পিএফ অ্যাকাউন্ট গ্রাহক। প্রতি মাসের হিসাবেই পিএফের সুদের হারের হিসাব করা হলেও, বছরে একবারই পিএফ অ্যাকাউন্টে এই সুদের টাকা জমা পড়ে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমস্ত সুপারিশ গ্রহণ করেই ইপিএফও-এ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের মার্চ মাসে ইপিএফও-এ সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য এই সুদের হার ধার্য করা হয়েছিল। ২০২১-২২ অর্থবর্ষে পিএফের সুদের হার ছিল ৮.১০ শতাংশ।

গত বছর কেন্দ্রের তরফে মোট ৯০,৪৯৭.৫৭ কোটি টাকা পিএফ বাবদ বন্টন করা হয়। ইন্টারেস্ট ক্রেডিট বা সুদের হার বাবদ অতিরিক্ত ৬৬৩.৯১ কোটি টাকা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। ভোটের কথা মাথায় রেখে সরকার পিএফ-এ সুদের হার ৮ শতাংশের উপরে রাখতে পারে বলেই জল্পনা ছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। পিএফ-এ সুদের হার ৮.২৫ শতাংশ করা হল।

২০১৫ সালে ইপিএফও-র সুদের হার ছিল ৮.৮৫ শতাংশ। এরপর থেকেই তা কমতে শুরু করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই বাড়ানো হল পিএফের সুদের হার।

Next Article